বুধবার, ১০ জুন, ২০২০, ০১:০০:২৩

গ্রামবাসীদের ওপর গু'লি করতে শুরু করে, ৬৯ জন নিহ'ত, ১২০০ গবাদি পশু চু'রি

গ্রামবাসীদের ওপর গু'লি করতে শুরু করে, ৬৯ জন নিহ'ত, ১২০০ গবাদি পশু চু'রি

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় ব'র্নো প্রদেশে জ'ঙ্গি গো'ষ্ঠী বোকো হারামের ব'ন্দুকধা'রীদের হা'মলায় কমপক্ষে ৬৯ জন নিহ'ত হয়েছে। মঙ্গলবার বিকেলে অই হা'মলার ঘটনা ঘটে।

আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্স জানায়, বোকো হারামের ব'ন্দুকধা'রীরা মঙ্গলবার দুপুরের দিকে বোর্নো রাজ্যের গুবিও এলাকার ফাদুমা কলোরাম গ্রামে আ'ক্রমণ করে। তারা এসেছিল বিভিন্ন যানবাহন এবং মোটরসাইকেলে করে। এসময় তাদের হাতে ছিল একে-৪৭ রাইফেল। অই অ'স্ত্রের সাহায্যে তারা গ্রামবাসীদের ওপর গু'লি করতে শুরু করে। এতে কমপক্ষে ৬৯ জন প্রা'ণ হা'রায়।

তারা কেবল হ'ত্যাকাণ্ড চালিয়েই থামেনি। ওই গ্রাম থেকে ১২০০ গবাদি পশু ও উট চুরি করে। একজন স্থানীয় বাসিন্দা এবং সিভিলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের (সিজেটিএফ) সদস্য এবং একজন সেনা সদস্য এই হা'মলার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানায়, বোকো হারামের গ'তিবি'ধির খবর নিরাপত্তা কর্তৃপক্ষে কাছে পাচার করার স'ন্দেহে বন্দু'কধা'রীরা ওই গ্রামবাসীর ওপর এই ভ'য়াবহ হা'মলা চালিয়েছে।সিজেটিএফের যো'দ্ধা কচল্লাহ বামু বলেছেন, ‘এটি আমাদের জন্য একটি দু'র্ভাগ্য'জনক দিন।’ তারা এসে আমাদের লোকদের হ'ত্যা করেছে।’ তবে নাইজেরিয়ার কোনও সামরিক মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ হা'মলার বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে