বুধবার, ১০ জুন, ২০২০, ০৭:২৪:২০

টানা দুই মাস পর লকডাউন শিথিল করছে রাশিয়া

টানা দুই মাস পর লকডাউন শিথিল করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রা'ন্ত হিসেবে শনা'ক্ত হয়েছে চার লাখ ৯৩ হাজার ছয়শ ৫৭ জন এবং মা'রা গেছে ছয় হাজার তিনশ ৫৮ জন। সারাবিশ্বে করোনাভাইরাসে ক্ষ'তিগ্রস্ত দেশগুলোর মধ্যে রাশিয়া এখন তিন নম্বরে রয়েছে।

তবে দেশটিতে করোনাভাইরাসের জেরে আরোপিত বি'ধি-নি'ষেধ শি'থিল করা হয়েছে। টানা দুই মাস ধ'রে লকডাউনে থাকার পর কিছুটা নিয়ম-নীতি শিথিল হচ্ছে মস্কোতে। জানা গেছে, মস্কোতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কড়া নিয়ম শিথিল হয়েছে এবং বাসিন্দাদের ঘরে থাকার ব্যাপারেও ক'ড়াক'ড়ি কমছে।

মস্কো শহরের মেয়র সার্গেই সোবিয়ানিন ঘোষণা করেছেন, ভাইরাসের বিরু'দ্ধে শহরটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। গত কয়েক সপ্তাহের তুলনায় করোনা প্রকোপ অনেকটাই কমেছে। সেই সঙ্গে জনগণও সচেতন হয়েছে।

তিনি আরো বলেছেন, সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা সর্বশেষ বিজয় পর্যন্ত পদক্ষেপ নিতে থাকবো। স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে আজ বুধবার সে দেশে ১১৯৫ জন করোনাভাইরাসে আক্রা'ন্ত হিসেবে শনা'ক্ত হয়েছেন। আর মোট আক্রা'ন্তের ৪০ শতাংশ ঘটেছে রাজধানী মস্কোতে। সূত্র  : ভয়েস অব আমেরিকা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে