বুধবার, ১০ জুন, ২০২০, ১০:৩৬:২৪

কাশ্মীরে ভারতীয় বাহি'নীর সঙ্গে তু'মুল গু'লির ল'ড়াই, নিহ'ত ৫

কাশ্মীরে ভারতীয় বাহি'নীর সঙ্গে তু'মুল গু'লির ল'ড়াই, নিহ'ত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়'ন্ত্রিত কাশ্মীরে সেনাদের গু'লিতে পাঁচ সন্দে'হভা'জন বিদ্রো'হী নিহ'ত হয়েছেন। বুধবার ভোরে ভারতীয় সেনাবাহি'নীর সঙ্গে সন্দে'হভাজন বি'দ্রো'হীদের এই ব'ন্দুকযু'দ্ধের ঘ'টনা ঘ'টে। ভারতীয় সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ম'রদে'হগুলোর কাছ থেকে পাঁচটি অ'স্ত্র উ'দ্ধা'র করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদ'নে বলা হয়, বুধবার ভোরে কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দক্ষিণে অবস্থিত সুগো গ্রামের একটি আপেল বাগানের ভেতর লু'কিয়ে থাকা কয়েকজন বিদ্রো'হীকে ঘি'রে ফে'লে ভারতীয় সেনাবাহি'নী। পরে ব'ন্দুকযু'দ্ধে ওই পাঁচ জন মা'রা যান।

২০১৯ সালের আগস্টে ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বা'তিল করে। এরপর থেকে এখনো সেখানকার পরি'স্থিতি পু'রো'পুরি শান্ত হয়নি। সম্প্র'তি কাশ্মীরে বি'দ্রো'হী অ'স্ত্রধা'রীদের দ'মনে অভি'যান বৃদ্ধি করেছে ভারতীয় সেনাবাহি'নী। গত চার দিনে ভারতীয় সেনাবাহি'নীর অভি'যানে কাশ্মীরে ১৪ জন বিদ্রো'হী নিহ'ত হয়েছেন বলে জানা গেছে।

১৯৮৯ সাল থেকে কাশ্মীরের স্বাধীনতার দা'বিতে আন্দো'লন করে আসছেন বিদ্রো'হীরা। এর ফলে মা'রা গেছেন কমপক্ষে ৭০ হাজার মানুষ। বিদ্রো'হীদের অ'স্ত্র ও প্রশি'ক্ষণ দেয়ার জন্য পাকিস্তানকে দা'য়ী করে ভারত। এমন অভি'যো'গ প্রত্যা'খ্যান করে পাকিস্তান বলে, তারা শুধু বিদ্রো'হীদের নৈতিক ও কূ'টনৈ'তিক সমর্থন দিচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে