বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ১০:০০:১৫

তী'ব্র সং'কটে সৌদি আরবের অর্থনীতি

তী'ব্র সং'কটে সৌদি আরবের অর্থনীতি

আন্তর্জাতিক ডেস্ক : তেল সমৃদ্ধ সৌদি আরবের অর্থনীতি করোনাভাইরাস ম'হামা'রির কারণে তী'ব্র সং'কটে পড়েছে। এর মধ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো আজ বুধবার (১১ জুন) থেকে তেলের বা'ড়তি দাম কার্যকর করেছে। সৌদির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসপিএ-এর সূত্রে এক প্র'তিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির ইংরেজি গণমাধ্যম সৌদি গেজেট। ঘোষণায় পেট্রোলের নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে যেভাবে সৌদি আরবের অর্থনীতি ক্ষ'তিগ্রস্থ হয়েছে, তা মো'কা'বেলায় সৌদি সরকার ব্যাপক কা'টছাঁ'টের পাশাপাশি কর বাড়িয়েছে তিনগুণ। সৌদি সরকার দেশটিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) তিনগুন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মচারিদের যে মহা'র্ঘ ভাতা দেয়া হতো, সেটি ব'ন্ধ রাখা হচ্ছে। এর মধ্যে তেল নিয়েও সং'কটে পড়ে দেশটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে