আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে মাওবাদীদের মৃ'তদেহের প্রতি মমতা ব্যানার্জীর সম্মান রয়েছে কিন্তু করোনায় মৃ'তদের দেহের প্রতি ন্যূনতম সম্মানটুকু নেই। গড়িয়া শ্মশানের ভাই'রাল ভিডিও নিয়ে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষে। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এই নিয়ে সরব হন দিলীপ।
সেই সঙ্গে তার দাবি, পরিচয় গো'পন করতে করোনায় মৃ'তদের লু'কিয়ে রাখা দেহ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার। দিলীপ ঘোষ বলেন, ''খুবই ভ'য়ঙ্কর, নি'র্ম'ম, অমা'নবিক ঘটনা। ১৩টা লা'শ প্রায় গলে গেছে। গড়িয়ার একটা শ্মশানে সেগুলো রাখা ছিল। আমরা তো বুঝতে পারছি না শ্মশানে কেন লাশ রাখা আছে। মৃ'তদেহ ও মর্গে থাকার কথা। সেখানেই সুর'ক্ষিত থাকবে। কী র'হস্যজনক কারণে সেগুলি শ্মশানে রাখা ছিল?''
দিলীপবাবুর দাবি, ''ওই ভিডিও দেখে মানুষের রাগ হচ্ছে। যে মৃ'তদেহের প্রতি এই অ'পমান কেন? হুক দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। শরীরের থেকে চামড়া খসে পড়ছে। মাস খানেকের বেশি পুরনো সেই লা'শ। এভাবে আমরা লা'শ রাখতে কোথাও দেখিনি।'' বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, ''এই ভিডিও যারা দেখছেন সবার মনের মধ্যে একটা আ'ত্মগ্লা'নি আসছে। যে মৃ'তদের সামান্য সম্মান আমরা দিতে পারি না?''
তৃণমূলের বি'রু'দ্ধে ফের করোনার লা'শ চুরির অ'ভিযো'গ এনে দিলীপ বলেন, ''মৃ'তের সংখ্যা কম দেখাতে কোভিডে আক্রা'ন্ত হয়ে মৃ'তদের লু'কিয়ে রাখা হয়েছে। আমি আগেই বলেছিলাম, নন্দীগ্রামে সিপিএম লা'শ চুরি করেছিল আর টিএমসি আজকে করোনার লা'শ চু'রি করছে। সংবিধানে মৃ'তদেহের প্রতি যে সম্মান দেখানোর কথা বলা রয়েছে তার ধা'রকাছ দিয়ে যায়নি এই সরকার।''
মমতাকে দিলীপ ঘোষ মনে করান, ''২০১০ সালে লালগড়ে এক অ'পারে'শনে মৃ'ত মাওবাদীদের দেহ বাঁশে বেঁধে নিয়ে গিয়েছিলেন নিরা'পত্তা বাহিনীর সদস্যরা। তাই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ অচল করে দিয়েছিলেন মমতা। মাওবাদীদের প্রতি মমতার যে শ্রদ্ধা ছিল রাজ্য সরকারের অপদার্থতার জন্য করোনায় মৃ'তদের প্রতি তার লে'শমাত্র নেই। এটাই কি এগিয়ে বাংলা? আর ইনিই বাংলার গর্ব মুখ্যমন্ত্রী? শ'ত্রুর মৃ'তদেহের প্রতিও কেউ এভাবে অসম্মান করে না।''
দিলীপ ঘোষের চা'ঞ্চল্যকর দাবি, ''সম্ভবত লা'শগুলো অ্যা'সিড দিয়ে পু'ড়িয়ে দেওয়া হয়েছে। তাই শরীরের মাংস খুলে পড়েছে। পরিচয় লু'প্ত করতে এই কাজ করেছে সরকার। এই ধ'রণের অমা'নবিক ব্যবহার একটা সরকার কী করে করতে পারে? করোনায় মৃ'তদের দেহ লু'কাতে গিয়ে এই কাজ করেছে সরকার।''
উল্লেখ্য, বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হয় গড়িয়া শ্মশানের একটি ভিডিও। তাতে দেখা যায় মৃ'তদেহের চোয়ালে হুক বাঁধিয়ে শববাহী গাড়িতে তুলছেন এক ব্যক্তি। এই ঘটনায় জনমানসে তী'ব্র চা'ঞ্চল্য ছড়িয়েছে। টুইট করে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রসচিবের কাছে জবা'বদি'হি ত'লব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।'' সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা