শুক্রবার, ১২ জুন, ২০২০, ০৫:১০:০২

'মানচিত্র বদলাব না, এটা স্থায়ী সিদ্ধান্ত', ভারতকে সাফ জানিয়ে দিল নেপাল

'মানচিত্র বদলাব না, এটা স্থায়ী সিদ্ধান্ত', ভারতকে সাফ জানিয়ে দিল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক : কোনো অবস্থাতেই মানচিত্রে বদল ঘ'টানো হবে না বলে এবার ভারতকে সাফ জানিয়ে দিল নেপাল। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়ালি সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন বলে শুক্রবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রদীপ গয়ালি বলেন, জম্মু-কাশ্মীর নিয়ে গত ২ নভেম্বর নিজেদের মানচিত্র বদল ঘ'টায় ভারত। 

তারপরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিই। এটা স্থায়ী সিদ্ধান্ত। কারণ ওই এলাকাগুলো নেপালের মধ্যেই পড়ে। এ নিয়ে কোনো অনি'শ্চয়তা নেই। তবে কোন এলাকা নেপালের মধ্যে পড়ছে, তা নিয়ে আলোচনা হওয়া দরকার। লিপুলেখ গিরিপথ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখিয়ে সম্প্রতি নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল। এরপর থেকে দুই দেশের মধ্যে কূ'টনৈ'তিক টা'নাপ'ড়েন শুরু হয়েছে।

আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস-মানস সরোবরে যাওয়ার পথ পর্যন্ত একটি রাস্তার উদ্বোধন করেন প্রতির'ক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাতে প্রতি'বাদ জানায় কেপি শর্মা ওলির সরকার। তারপরই ওই বি'ত'র্কিত মানচিত্র প্রকাশ করে তারা। তা নিয়ে তী'ব্র আ'পত্তি জানায় ভারত। এমনকি এর পেছনে চীনের উ'স্কা'নি থাকতে পারে বলেও ই'ঙ্গিত দেয় ভারত। তাতে দুদেশের মধ্যে উ'ত্তা'প আরও বাড়ে। এর পর কিছুটা সুর নরম করে পররাষ্ট্র সচিব স্তরে আলোচনার প্রস্তাব দেয় নেপাল। কিন্তু বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত দিল্লির তরফে কোনো সাড়াশব্দ মেলেনি। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে