আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রা'ন্ত হিসেবে শ'নাক্ত হয়েছে ২০ লাখ ৮৯ হাজার আটশ ২৫ জন এবং মা'রা গেছে এক লাখ ১৬ হাজার ৩৫ জন। করোনা সং'ক্রমণের দিক থেকে সারাবিশ্বে শীর্ষস্থানে রয়েছে দেশটি। নতুন আরেক বিপদে যুক্তরাষ্ট্র, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রাণঘা'তী আরেক ভাইরাস ছ'ড়িয়ে যাচ্ছে।
খবরটি জানার পর খারাপ লাগলেও, আশার খবর এই যে, সহজে এটি সং'ক্রমণ ঘটছে না। ভাইরাসটির নাম ইস্টার্ন ইকুইন ইনসেফালিটিস (ইইই)। সাধারণত মস্তিষ্কে সং'ক্রমণ তৈরি করে এই ভাইরাস। মশার কা'মড়ের মাধ্যমে এটি ছড়িয়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস থেকে সবচেয়ে নিরাপদে থাকা দরকার ঘোড়ার। যদিও এই রোগের জন্য ঘোড়ার চিকিৎসার ওষুধ রয়েছে। তবে মানুষের জন্য কোনো ওষুধ নেই।
চিকিৎসকরা জানিয়েছেন, ইইই ভাইরাস মানুষের শরীরে সেভাবে সং'ক্রমণ ঘটায় না। ১৯৩৮ সালের পর এটি খুবই কম সংখ্যক ধ'রা পড়েছে। ওয়ান জিরো এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত একশ জনেরও কম মানুষ এই ভাইরাসে আক্রা'ন্ত হয়েছে।
২০১৯ সালে ইইই ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৩৮ জন আক্রা'ন্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১৫ জন মা'রা গেলেও অন্যরা সেরে উঠেছেন। তবে আশ'ঙ্কার বিষয় হলো, ইইই ভাইরাসে আক্রা'ন্ত হলে মৃ'ত্যুর হার ৩৩ শতাংশ। যারা সেরে ওঠেন, তাদেরও মস্তিষ্কে কিছু সমস্যা থেকেই যায়। সূত্র : নিউ স্কোপ