শুক্রবার, ১২ জুন, ২০২০, ০৯:১৭:৩৭

করোনার কারণে মুসলিম প্রধান দেশগুলির হজ বাতিল

করোনার কারণে মুসলিম প্রধান দেশগুলির হজ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় মৃত্যুর সংখ্যা ৮০০ পার করেছে। সং'ক্র'মণে মা'রা গিয়েছেন এক রাজকুমার। সৌদি আরব সরকার আসন্ন হজ পালন ঘিরে চি'ন্তিত। কারণ, বিশ্ব জুড়ে চলতে থাকা করোনা মহামা'রির কারণে বিভিন্ন দেশের হজযাত্রীদের মাধ্যমে আরও ছড়াতে পারে।

এই অবস্থায় দুটি বৃহত্তম মুসলিম সংখ্যাবহুল দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া চলতি বছর হজ পালনে নিজ নিজ দেশের নাগরিকদের হজ পালনে নিষে'ধা'জ্ঞা জারি করল। আল জাজিরা ও আরব নিউজের খবর, করোনা সং'ক্র'মণ বাড়লেও মৃত্যুর হা'র ঠে'কিয়ে রেখেছে সৌদি সরকার। তবে বিভিন্ন মসজিদ খোলা হয়েছে ফের। এই অবস্থায় হজ পালিত হলে সং'ক্র'মণ আ'টকানোর ক্ষ'মতা নেই।

ওয়ার্ল্ডোমিটারের হিসেব, শুক্রবার পর্যন্ত সৌদি আরবে করোনা আক্রা'ন্তের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজারের বেশি। বিবিসি জানাচ্ছে, সৌদি পরি'স্থিতি খতিয়ে দেখেই ইন্দোনেশিয়ার পর মালয়েশিয়া সরকার তাদের নাগরিকদের এবছর হজের জন্য সৌদি আরব যাওয়ার অনুমতি দেবে না বলে সিদ্ধান্ত নিল। হজ পালন করতে গিয়ে নাগরিকদের করোনা ভাইরাস সং'ক্র'মণ হতে পারে, এমন আশ'ঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।

বিবিসি জানাচ্ছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া থেকে প্রতিবছরই বহু মানুষ হজ করতে সৌদি আরবে যান। এবছর মালয়েশিয়া থেকে প্রায় ৩০ হাজার মানুষের হজ করতে যাওয়ার পরিক'ল্পনা ছিল। প্রতিবছর বিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান। রয়টার্স জানাচ্ছে, হজযাত্রী হিসেবে অন্যান্য বারের তুলনায় এবার ২০ শতাংশ কম মানুকে আসার অনুমতি দিতে চলেছে সৌদি আরব। সূত্র : বিবিসি, রয়টার্স, আল জাজিরা ও আরব নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে