আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রা'ন্ত রো'গীর ফুসফুস প্রতিস্থা'পন করলেন চিকিৎসকরা। এরা আগে করোনা আক্রা'ন্ত রোগীকে বাঁচাতে এত বড় পদক্ষেপ নেননি কোনও চিকিত্সক। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক অঙ্কিত ভারতের নেতৃত্বে চিকিত্সকদের একটি দল করোনা আক্রা'ন্ত রোগীর ফুসফুস প্রতিস্থাপন করলেন।
২০ বছর বয়সী এক রোগীকে বাঁচাতে ডাক্তাররা এই পদক্ষেপ নিয়েছেন। করোনায় আক্রা'ন্ত হওয়ার পর ওই যুবকের ফুসফুস ব্যা'পক ক্ষ'তিগ্র'স্থ হয়েছিল। রোগীকে বাঁচাতে ফুসফুস প্রতিস্থাপন ছাড়া আর কোনও রাস্তা ছিল না বলে জানিয়েছেন চিকিৎসক অঙ্কিত ভারত। রোগীর ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্ট-এর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, ওই যুবককে বেশ কয়েকদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু একটা সময় পর তার শরীরে অ্যা'ন্টিবায়ো'টিক কাজ করা ব'ন্ধ করে দেয়। সেই যুবকের জন্য কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তার ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। তখনই ডাক্তাররা সিদ্ধান্ত নেন তার ফুসফুস প্রতিস্থাপন করা হবে।
শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল জানিয়েছে, কঠিন অ'স্ত্রোপ'চারের পর এখন ওই যুবক বি'পন্মু'ক্ত। থোরাসিস সা'র্জা'রির প্রধান ও নর্থ ওয়েস্টার্ন হাসপাতালের ফুসফুস প্র'তিস্থা'পন প্রোগ্রাম-এর সার্জিকাল ডিরেক্টর অঙ্কিত ভারত বলেছেন, এটি তার জীবনের সব থেকে কঠিন অ'স্ত্রোপ'চার ছিল।
ড. অঙ্কিত ভারত জানিয়েছেন, ভবিষ্যতে করোনা সং'ক্র'মণ কিছু রোগীর মধ্যে চূ'ড়া'ন্ত আকার নিতে পারে। তখন রোগীকে বাঁচাতে আরও বেশি করে অঙ্গ প্রতিস্থা'পনের প্রয়োজন হবে। ফুসফুস ছাড়াও এই মা'রণ ভাইরাস কিডনি, হৃৎপিণ্ড, রক্তনালী এবং স্নায়ুতন্ত্রের ক্ষ'তি করছে। তবে করোনার আ'ক্র'মণে মানবদেহে সব থেকে বেশি ক্ষ'তিগ্র'স্থ হচ্ছে ফুসফুস।
এর আগে একজন করোনা রোগীকে বাঁচাতে অস্ট্রিয়ার এক দল চিকিত্সক তার ফুসফুসে অ'স্ত্রোপ'চার করেছিলেন। তবে ফুসফুস প্রতিস্থাপন এই প্রথম। ডাক্তার অঙ্কিত ভারত জানিয়েছেন, যে সব রোগীদের চিকিত্সার মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব নয়, তাদের ক্ষেত্রে অঙ্গ প্রতিস্থাপন ছাড়া আর কোনও বি'ক'ল্প রাস্তা নেই।