সোমবার, ১৫ জুন, ২০২০, ০৩:০২:১৮

চলমান অর্থনৈতিক প'রিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামি অর্থনীতি: এরদোগান

চলমান অর্থনৈতিক প'রিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামি অর্থনীতি: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলকে ইসলামি অর্থনীতির কেন্দ্রস্থল বানানোর ঘোষণা দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, চলমান উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামি অর্থনীতি। বস্তুগত সম্পদের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সবার জন্য অসম নীতি তৈরি সম্ভব নয়। ডেইলি সাবাহ

রোববার (১৪ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ১২ তম আন্তর্জাতিক ইসলামি অর্থনীতি বিষয়ক ভি'ডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
খবরে বলা হয়, গত কয়েকদিন আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদপ্রাপ্ত ঐতিহাসিক নগরী কনস্টন্টিনোপল (ইস্তাম্বুল) বিজয়কে উসমানী শাসকদের দখ'লদারিত্ব আখ্যা দিয়েছে মিসরের রাষ্ট্রীয় ইফতা বোর্ড ‘মিসর দারুল ইফতা’।

আব্দেল ফাত্তাহ সিসির নেতৃত্বাধীন সরকারের মদদপুষ্ট ইফতা বিভাগটির এই মন্তব্যের পরে এরদোগানের নতুন এই ঘোষণা তার সমালোচকদের জন্য চপেটাঘা'ত মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের অধিকাংশ এরদোগানের নতুন এই সিদ্ধান্তকে নব বিপ্লবের সূচনা আখ্যায়িত করে তা বাস্তবায়নে তাকে শুভকামনা জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে