সোমবার, ১৫ জুন, ২০২০, ০৪:২৯:৫৩

ইসলামাবাদে কড়া পাহারায় মোড়া ভারতীয় দূতাবাস, দু'জন ভারতীয় কর্মকর্তা উধাও

ইসলামাবাদে কড়া পাহারায় মোড়া ভারতীয় দূতাবাস, দু'জন ভারতীয় কর্মকর্তা উধাও

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত দু'জন কর্মকর্তা আচ'মকা নিখোঁ'জ হয়ে গেছেন বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা এএনআই দূতাবাসের একটি সূত্রকে উ'দ্ধৃ'ত করে জানিয়েছে, ওই দু'জন কর্মকর্তাকে আজ সকাল আটটার পর থেকে আর খুঁ'জে পাওয়া যাচ্ছে না।

ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তথা মুখপাত্র অখিলেশ সিং এএনআইকে জানিয়েছেন, ওই দুজন কর্মকর্তা তখন 'অফিশিয়াল ডিউটি'তে ছিলেন। কিন্তু স্থানীয় সময় সকাল আটটার পর থেকে তাদের মোবাইলেও আর যোগাযোগ করা যাচ্ছে না, তাদের কোনও খবরও পাওয়া যাচ্ছে না।

ভারত ইতোমধ্যেই পাকিস্তান সরকারের কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অ'ভিযো'গ দায়ের করেছে। গত মাসের শেষ দিকে দিল্লির পাকিস্তান হাই কমিশনের ভিসা সেকশনে কর্মরত দুজন অফিসারকে গু'প্তচরবৃ'ত্তির অ'ভিযো'গে আ'টক করেছিল ভারত। আবিদ হুসেইন ও মোহাম্মদ তাহির নামে ওই দুজন কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়।

অতীতে দেখা গেছে, যখনই ভারত বা পাকিস্তান একে অন্যের দূতাবাসের কোনও কর্মী বা কর্মকর্তাকে গু'প্তচ'রবৃত্তির দায়ে ব'হি'ষ্কার করেছে - প্রায় সঙ্গে সঙ্গেই অন্য দেশও সমসংখ্যক কর্মী বা কর্মকর্তাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তবে আবিদ হুসেইন ও তাহির পাকিস্তানে ফিরে যাওয়ার পর প্রায় দুসপ্তাহ কেটে গেলেও পাকিস্তানের দিক থেকে এখনও কোনও পাল্টা ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এর মধ্যেই আজ (সোমবার) এই দুজন ভারতীয় কর্মকর্তার নিখোঁ'জ হওয়ার ঘ'টনা ঘ'টল। 

তবে সম্প্রতি পাকিস্তানের ভারতীয় মিশনগুলোতে কর্মরত অফিসার ও কর্মীদের ওপর গো'পন ন'জরদারি চালানোর ঘ'টনা অনেক বেড়ে গেছে বলে ভারত অ'ভিযো'গ করছে। ইসলামাবাদ দূতাবাসে ভারতের শার্জ দ্য-ফেয়ার গৌরব আহলুওয়ালিয়ার গাড়িকেও দিনকয়েক আগেই একজন মোটরবাইক আরোহী অনুস'রণ করছিল বলেও ভারতের নোটে বলা হয়েছে। শুধু মার্চ মাসেই ভারতীয় কর্মকর্তাদের পিছু নেওয়ার বা তাদের ওপর ন'জরদারি চালানোর ১৩টি ঘ'টনা ঘ'টেছে বলে ভারতের অভিযোগ।

কূটনীতিকদের আগে থেকেই সন্দে'হ ছিল যে চর সন্দে'হে পাক দূতাবাসের ২ অফিসারকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়ার পর এবার তার পাল্টা কিছু না কিছু করবে ইসলামাবাদ। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মীর বি'রু'দ্ধে ছুতোনাতায় একই ধ'রনের অ'ভিযো'গ আনতে চাইবে। দুই দূতাবাস কর্মী নিখোঁ'জ হওয়ার পর সেই সন্দে'হ আরও বাড়ছে। সেই কারণেই কালক্ষেপ না করে পাক প্রশাসনকে বিষয়টি ক'ড়া ভাবেই জানিয়েছে নয়াদিল্লি। সূত্র : বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে