মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ১২:০০:২৬

কিমের বোনের হু'মকিতে জরুরি নিরাপত্তা বৈঠকে দক্ষিণ কোরিয়া

কিমের বোনের হু'মকিতে জরুরি নিরাপত্তা বৈঠকে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার বি'রু'দ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হু'মকি দেয়ার পর রোববার দক্ষিণ কোরিয়া জরুরি নিরা'পত্তা বৈঠকের ডাক দিয়েছে। এর আগে দক্ষিণ কোরিয়ার বি'রু'দ্ধে সামরিক পদক্ষেপের হু'মকি জা'রি করেন উত্তর কোরীয় নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

দ্বিপক্ষীয় সম্পর্কের অব'নতি এবং সীমান্তের ওপার থেকে পিয়ংইয়ং বিরো'ধী প্রচা'রণা বন্ধে শনিবার সিউলের সমালো'চনা করে এই হু'শিয়ারি দেন তিনি। দক্ষিণ কোরিয়াকে 'শ'ত্রু' আখ্যায়িত করে কিম ইয়ো জং আগের হু'মকি পুনরা'বৃত্তি করে বলেন, শিগগিরই সীমান্ত শহর কায়েসং-এ অবস্থিত আন্তঃকোরীয় লিয়াজোঁ অফিসের প'তন প্রত্যক্ষ করবে সিউল।

গণমাধ্যমকে দেয়ার বিবৃতিতে তিনি জানান, আমি অ'স্ত্র বিভাগের দায়িত্বে থাকা সবাইকে এরই মধ্যে নির্দে'শনা দিয়েছি। প্রায় সময় সীমান্ত দিয়ে উত্তর কোরিয়ার অভ্যন্তরে পিয়ংইয়ং বিরো'ধী লিফলেট ভর্তি বেলুন উড়িয়ে দেয় দেশত্যা'গী কোরিয়ানরা। এই দেশবিরো'ধী কাজ বন্ধে সিউলকে ব্যবস্থা নিতে বলেছিল পিয়ংইয়ং। কিন্তু তারা ব্য'র্থ হওয়ায় গত সপ্তাহ থেকে দক্ষিণ কোরিয়ার বি'রু'দ্ধে ক্ষো'ভ প্রকাশ করছে উত্তর কোরিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে