আন্তর্জাতিক ডেস্ক : গোলান মালভূমিতে বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। জানা গেছে, সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ট্রাম্প মালভূমি। আর ওই মালভূমিকে ইসরায়েলের বলে স্বীকৃতি দিয়েছেন কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার ইসরায়েলের আবাসন বিষয়ক মন্ত্রী জিপি হোটোভ্যালি জানান, ইসরায়েলের বসতি বিষয়ক মন্ত্রণালয় 'রামাত ট্রাম্প' প্রকল্পের কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে।
জানা গেছে, হিব্রু ভাষায় রামাত মানে মালভূমি এবং রামাত ট্রাম্প অর্থ ট্রাম্প মালভূমি। গোলান মালভূমিকে ইসরায়েল 'ট্রাম্প মালভূমি’ নাম দিয়ে প্রকল্পটি শুরু করতে যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন প্রকল্পে তিনশ পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হবে। ১৯৬৭ সালের জুন মাসে আরব-ইসরায়েল যু'দ্ধের সময় সিরীয় ভূখণ্ড গোলান মালভূমি দ'খল করে নেয় ইসরায়েল। ১৯৮১ সালে একতরফাভাবে ওই এলাকা নিজেদের বলে ঘোষণা করে ইসরায়েল। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে সেই স্বীকৃতি দেয়নি।
২০১৮ সালের ১৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমিসহ ফিলিস্তিনি ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের শোষণ বন্ধ করতে বলা হয়।
এদিকে ২০১৯ সালের গোলান মালভূমিকে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে রেখেই ওই স্বীকৃতিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র : আল-জাজিরা