মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ০৪:৫৩:০৫

লাদাখে র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষে পাঁচ সেনার মৃত্যুতে চীনের হুঁ'শিয়ারি, ভারতে জরুরি বৈঠকে তিনবাহিনীর প্রধান

লাদাখে র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষে পাঁচ সেনার মৃত্যুতে চীনের হুঁ'শিয়ারি, ভারতে জরুরি বৈঠকে তিনবাহিনীর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের প্রকৃত নিয়'ন্ত্রণরেখায় ভারত ও চীন সেনার স'ঙ্ঘা'ত এবার গড়া'ল র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষে। সোমবার রাতে গলওয়ান উপত্যাকায় চীন সেনার হা'মলায় ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ান নিহ'ত হয়েছেন। সং'ঘ'র্ষে গো'লাগু'লি চলেনি। পাথর এবং রড নিয়ে মা'রামা'রিতে চীনের সেনারও মৃত্যু হয়েছে বলে খবর।

বেজিংয়ের তরফে এদিন গলওয়ান উপত্যকায় সং'ঘর্ষে চীন সেনার মৃত্যুর ঘটনা স্বী'কার করা হয়েছে। নয়াদিল্লির উদ্দেশে চীনের বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াংয়ের হুঁ'শিয়ারি, ''একতরফা পদক্ষেপ করবেন না।' চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের দাবি, ভারতীয় সেনাই প্রথম হা'মলা চালিয়েছে। চীনের অন্তত পাঁচ সেনার মৃত্যু এবং ১২ জন সেনা আহ'ত হয়েছেন।

ঘটনার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরি'স্থিতি সম্পর্কে অবহিত করা হয়। প্রতির'ক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়ত দুপুরে স্থল, নৌ ও বিমানসেনার প্রধানদের সঙ্গে বৈঠকে পরি'স্থিতি পর্যালোচনা করেন।

গতকালই দু'পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। তার পরেই চীনের হা'মলা। ভারতীয় সেনার পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বলা হয়েছে, ''গলওয়ান উপত্যকায় উত্তে'জনা কমানোর চেষ্টা চলাকালীনই গতকাল রাতে হঠাৎ সং'ঘ'র্ষ বাধে। তাতেই ভারতীয় সেনার এক অফিসার এবং দুই জওয়ানের মৃত্যু হয়েছে। দু'পক্ষের উচ্চপর্যায়ের অফিসারেরা পরি'স্থিতি নিয়'ন্ত্রণে বৈঠক করছেন।'' সূত্র : এবিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে