মঙ্গলবার, ১৬ জুন, ২০২০, ০৭:১২:৪৪

ভারত-চীন সীমান্তে উত্তে'জনার মধ্যেই কাশ্মীরে পাকিস্তানের লা'গাতার আক্র'মণা'ত্মক শে'লিং

ভারত-চীন সীমান্তে উত্তে'জনার মধ্যেই কাশ্মীরে পাকিস্তানের লা'গাতার আক্র'মণা'ত্মক শে'লিং

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার রাতে ব্যা'পক উত্তে'জনা ছড়ায় ভারত-চীন সীমান্তে। ভারতীয় মিডিয়া বলছে, লাদাখে দু'পক্ষের হা'তাহা'তি একেবারে গো'লাগু'লির জায়গায় পৌঁছে গেছে। এই পরি'স্থি'তিতে এক সেনা অফিসারসহ দুজন সেনা সদস্য শ'হী'দ হয়েছে। এই ঘ'টনার পরেই দেশটির প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে শুরু হয়েছে জো'র বৈ'ঠক।

অন্যদিকে, এই সুযোগে লা'গাতার সং'ঘ'র্ষ বির'তি চু'ক্তি ল'ঙ্ঘ'ন শুরু করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের নৌসেরা সে'ক্টরে লা'গাতার শে'লিং পাকিস্তানের সেনার। সীমান্তের এপারে থাকা ভারতীয় সেনা ছাউনি ও সীমান্ত সং'লগ্ন গ্রামগুলোকে টা'র্গেট আ'ক্র'মণা'ত্মক ভাবে শে'লিং করছে। যদিও একেবারে খোলা হাতে পাকিস্তানকে যো'গ্য জ'বাব দিয়ে যাচ্ছে ভারতীয় সেনাও। দু'পক্ষের গো'লাগু'লিতে নতুন করে উত্তে'জনা ছড়িয়েছে। যদিও এখনও পর্যন্ত ক্ষ'য়ক্ষ'তির কোনও খবর পাওয়া যায়নি। হ'তাহ'তেরও খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ভারত সীমান্তে গত কয়েকদিন ধ'রে লাগোয়া গ্রামগুলোকে ল'ক্ষ্য করে ক্র'মাগত পাকিস্তানি সেনা ম'র্টার হা'মলা চালিয়ে যাচ্ছে বলে সেনা সূ'ত্রে খবর। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বে'গ ছড়াচ্ছে। গত কয়েকদিন ধ'রেই লাগাতার ম'র্টার হা'মলা চলছে বলে জানা যাচ্ছে। চলছে গু'লি ব'র্ষণও। এই হা'মলার ফলে উরি সেক্টরের বাটগ্রান গ্রামে এক নারীর মৃত্যু হয়েছে। তিন ব্যক্তি গু'রু'তর আহ'ত হয়েছেন। নিয়'ন্ত্রণরেখা একেবারে কাছে থাকা ভারতীয় প্রান্তের শেষ গ্রাম হল এই বাটগ্রান।

গত দু সপ্তাহ ধ'রে পাকিস্তান উরির হাজিপের ও কমলকোট সে'ক্টরে ক্র'মা'গত হা'মলা চালিয়েছে। সীমা'ন্তব'র্তী গ্রামগু'লি, যেমন চুরুনদা, বাট'গ্রান, হাতলা'ঙ্গা, মোথাল, সাহুরা, সিলিকোটে, বালাকোট, নাম্বলা, গরকোটে ও উরিতে আ'ত'ঙ্ক ছড়িয়েছে। এদিকে ভারতীয় প্রতির'ক্ষামন্ত্রক আগেই জানিয়েছিল গত ছয় মাসে পাকিস্তানের সেনা ভারত সীমান্তে ২০০০ বারেরও বেশি সময় হা'ম'লা চালিয়েছে। বি'না প্ররো'চনাতেই এই হা'ম'লা চলেছে বলে খবর। সূত্র : এএনআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে