আন্তর্জাতিক ডেস্ক : ইরান বলেছে, ইউরোপ যদি আরো আগে আমেরিকার দা'ম্ভিক আচরণ রু'খে দিত তাহলে আজ ইউরোপকে ওয়াশিংটনের ধ্বং'সা'ত্মক তৎ'পরতার মুখো'মুখি হতে হতো না। রাশিয়া থেকে ইউরোপমুখি গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম-টু'র ওপর মার্কিন নিষে'ধা'জ্ঞার প্রতি ই'ঙ্গিত করে তেহরান এ মন্তব্য করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক টুইটার বার্তায় বলেছেন, ''আমেরিকার ছো'বল থেকে শেষ পর্যন্ত তার ইউরোপীয় মিত্ররাও বাঁচতে পারল না।'' তিনি ইউরোপীয় দেশগুলোকে উদ্দেশ করে ওই বার্তায় বলেন, ''আমরা আগেই সত'র্ক করে দিয়েছিলাম একজন মস্তানকে শুরুতেই রুখে না দিলে তার গু'ণ্ডা'মি বাড়তেই থাকে।''
মার্কিন সরকার হু'মকি দিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের ইউরোপীয় ইউনিয়ন-মুখি পাইপলাইন বসানোর কাজ শেষ করতে যে প্রতিষ্ঠান সহায়তা করবে তার ওপরই নিষে'ধা'জ্ঞা আরো'প করা হবে। মার্কিন কংগ্রেসে পাস হওয়া এমন একটি বিলটিকে সম্প্রতি আইনে পরিণত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন এই নিষে'ধা'জ্ঞায় নর্ড স্ট্রিম-টু গ্যাস পাইপলাইন নির্মাণে রত কোম্পানিগুলোকে টার্গে'ট করা হয়েছে। সাগরের নীচ দিয়ে যাওয়া এই পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে রাশিয়ার গ্যাস রপ্তানি বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেছেন, ''মার্কিন নিষে'ধা'জ্ঞা ইউরোপের গৃহীত স্বা'য়ত্তশা'সিত সিদ্ধান্তে হ'স্তক্ষেপের শামিল।''
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের কঠোর বিরোধিতা করেছে। মন্ত্রণালয়টির মুখপাত্র মারিয়া জাখারোভা ওয়াশিংটনকে বৈশ্বিক প্রতিযোগিতায় বা'ধা সৃষ্টিকারী 'চিন্তাধারা' প্রচার করার জন্য অভি'যুক্ত করেছেন। তবে, নর্ড স্ট্রিম-টু নির্মাণের সঙ্গে জড়িত কনসোর্টিয়াম নি'শ্চিত করে জানিয়েছে, এই নিষে'ধা'জ্ঞা সত্ত্বেও তারা যত তাড়া'তাড়ি সম্ভব পাইপলাইনটি নির্মাণ করবে। সূত্র : পার্সটুডে