বুধবার, ১৭ জুন, ২০২০, ০৯:৩৩:৫৩

কি'ল-চ'ড়-থা'প্পড় আর র'ড দিয়ে পি'টিয়ে নোং'রা পানি খাওয়ানো হলো ভারতীয় দূতাবাস কর্মীদের!

 কি'ল-চ'ড়-থা'প্পড় আর র'ড দিয়ে পি'টিয়ে নোং'রা পানি খাওয়ানো হলো ভারতীয় দূতাবাস কর্মীদের!

আন্তর্জাতিক ডেস্ক : নাট'কীয়ভাবে গত সোমবার সকালে তাদের অ'পহ'র'ণ করা হয়েছিল। ১০ ঘণ্টা পর তাদের মু'ক্তি দেওয়া হয়। মাঝের এই সময়ে তাদের ওপর কী ধরনের অ'ত্যাচার চা'লিয়েছে অপ'হ'র'ণকারীরা, তা জানালেন পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মী। পল সেলভাদাস ও দ্বিমু ব্রহ্ম গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পুরো ঘটনা জানিয়েছেন। এ ঘটনার তীব্র নি'ন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জানা গেছে, গত সোমবার সকাল ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে ঘটনাটির সূত্রপাত। ওই সময় দূতাবাসের গাড়িতে চড়ে কাজে যাচ্ছিলেন পলরা। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের কাছেই একটি পেট্রল পাম্পের সামনে চার-পাঁচটি গাড়ি তাদের ঘি'রে ধ'রে। 

প্রায় ১৫ জন তাদের অ'পহর'ণ করে। চোখ বেঁ'ধে, কালো কাপড়ে মুখ ঢে'কে, হাতক'ড়া পরিয়ে তাদের অ'জ্ঞাত এক জায়গায় নিয়ে যায় অপ'হরণকারীরা।  এ ঘটনায় পাকিস্তানের গু'প্তচর সং'স্থা আইএসআই জ'ড়িত বলে মনে করছে ভারত। অপ'হৃ'তরা জানিয়েছেন, বেলা প্রায় ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দূতাবাসের কোন কর্মী কী কাজ করেন, কার দায়িত্ব বা ক্ষমতা কতদূর, সেসব ব্যাপারে খুঁ'টিয়ে খুঁ'টিয়ে জানতে চাওয়া হয়। 

সেই সঙ্গে কি'ল-চ'ড়-থা'প্পড় পড়তে থাকে তাদের ওপর। এমনকি র'ড দিয়েও পেটা'নো হয় তাদের। জো'র করে নোং'রা পানি খেতে বাধ্য করা হয় ওই দু’জনকে।  অভি'যোগ উঠেছে, জো'র করে তাদের একটি পথ দুর্ঘ'টনায় জ'ড়িত থাকার কথা স্বী'কার করানো হয়। ক্যামেরার সামনে তাদের বলতে বাধ্য করা হয়, যে তারা গাড়িতে করে বহিরাগতদের নিয়ে ভারতীয় হাইকমিশনে আসেন। সেখানে গো'পন বৈ'ঠক চলে। 

জিজ্ঞাসাবাদের সময় ওই দুই কর্মীকে অপহ'র'ণকারীরা হুম'কি দেয়, এই শেষ নয়, ভবিষ্যতেও ভারতীয় দূতাবাসের কর্মীদের সঙ্গে এ ধরনের ব্যবহার করা হবে।  জিজ্ঞাসাবাদ শেষে দু’জনের শারীরিক পরীক্ষা করা হয়। সেখানে তাদের ইন'জেক'শন দেওয়া হয়। মু'ক্তি পাওয়া ওই দূতাবাস কর্মীদের  ঘাড়ে, কাঁ'ধে ও শরীরে প্রচুর আঘা'তের চিহ্ন রয়েছে। 

পাকিস্তান সরকারের দা'বি, সোমবার সকালে ওই দুই কর্মীর বেপ'রোয়া গাড়ির ধা'ক্কায় এক পথচারী জ'খম হন। সে কারণে স্থানীয় জনতা তাদের মা'রধ'র করে পুলিশের হাতে তুলে দিয়েছে।  সেই দাবি অবশ্য মেনে নেয়নি ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বি'বৃতিতে জানায়, দূতাবা'স কর্মীদের বিরু'দ্ধে পাকিস্তানের অভি'যো'গ সম্পূর্ণ মি'থ্যা। ভিয়েনা চুক্তি অনুযায়ী, পাকিস্তানে ভারতীয় দূতাবাস, তার সমস্ত কর্মী, কূ'টনীতিক ও তাদের পরিবার এবং সম্পত্তির নিরাপত্তার সব দায়-দায়িত্ব পাকিস্তানের।

এসব করে, ভারতের বিরু'দ্ধে স'ন্ত্রাসবাদী কা'র্যকলাপ থেকে নজর সরা'নোর চেষ্টা করছে পাকিস্তান। এদিকে মঙ্গলবার রাতে এক বিবৃতি দিয়ে ভারতের সব অভি'যোগ নাক'চ করে দিয়েছে পাকিস্তান। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে