বুধবার, ১৭ জুন, ২০২০, ১১:১৪:১৫

এবার ভারতকে চ'রম হুঁ'শিয়ারি চীনের

 এবার ভারতকে চ'রম হুঁ'শিয়ারি চীনের

আন্তর্জাতিক ডেস্ক : চীনা আগ্রাসন সত্ত্বেও ভারত যাতে পা'লটা কোনও পদক্ষেপ না করে সেব্যাপারে দিল্লিকে রী'তিমতো চ'রম হুঁ'শিয়ারি বেজিংয়ের। লাদাখে গালওয়ান এলাকায় ভারতীয় সেনার এক কর্নেল-সহ মোট ২০ জওয়ান শহিদ হয়েছেন। তবে সেনার দাবি, সোমবার রাতে গালওয়ান এলাকায় গো'লা-গু'লি চলেনি। পাথর নি'ক্ষেপ, রড নিয়ে হা'মলা ও হা'তাহা'তিতেই সম্ভবত মৃ'ত্যু হয়েছে ওই সেনাদের।

তবে এখনই বিষয়টি নিয়ে ভারত যাতে আরও কোনও পদক্ষে'প না করে সেব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র। লাদাখে গালওয়ান এলাকায় ভারত-চীন সীমান্তে উ'ত্তেজনা চ'রমে। ভারতীয় সেনার ২০ জওয়ান শহিদ হওয়ার পর প'রিস্থি'তি রী'তিমতো তেতে উঠেছে।

এরপরই চীনের বিদেশ মন্ত্রক মঙ্গলবার রীতিমতো হুঁ'শিয়ারি দিয়েছে ভারতকে। ‘একতরফা কোনও পদক্ষে'প করে সমস্যা আর যেন বাড়িয়ে না তোলে ভারত।’ দিল্লিকে সতর্ক করে দিয়েছেন চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।

চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ‘‌আমরা আবার বলছি ভারত যেন সীমান্তের সামনের সারির বাহিনীকে আ'টকায়। সীমান্ত ল'ঙ্ঘন করে সমস্যা বাড়িয়ে তুলো না। একতরফা পদ'ক্ষেপ যেন না করে ভারত। সীমান্ত প'রিস্থিতি আরও জ'টিল করতে চায় না চীন।’

 যদিও চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্রের বার্তার পা'ল্টা প্রতিক্রিয়া এখনও দেয়নি দিল্লি। তবে সব প'রিস্থিতির জন্যই প্রস্তুতি রয়েছে ভারতেরও। ইতিমধ্যেই সেনার শীর্ষকর্তাদের সঙ্গে দ'ফায়-দ'ফায় আলোচনা শুরু করেছে কেন্দ্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে