বুধবার, ১৭ জুন, ২০২০, ০২:১৪:৫৬

করোনায় যারা চাকরি হারিয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা জাস্টিন ট্রুডোর

করোনায় যারা চাকরি হারিয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা জাস্টিন ট্রুডোর

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের কারণে কানাডায় বেকার'ত্বের হার বেড়েছে। দেশটিতে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হতে শুরু করলেও বেকারদের জন্য আর্থিক সহযোগিতার মেয়াদ বৃদ্ধি করেছে কানাডা সরকার। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, করোনায় যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য 'ফেডারেল ইনকাম সাপোর্ট' এর সময় বৃদ্ধি করা হচ্ছে। সেটা আট সপ্তাহ ব্যাপী।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো আরও বলেন, ১৩টি প্রদেশ ও অঞ্চলে ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছে। এরপরও 'ইনাকাম সাপোর্ট' দেওয়া প্রয়োজন। অনেক কর্মী কাজ খুঁজে পাবেন, অনেকে পাবেন না। যদিও আমরা সবকিছু পুনরায় সবকিছু খুলতে শুরু করেছি, কাজ খোঁজার সময় বহু সংখ্যক লোকের বিল পরিশোধের জন্য এই সাপোর্ট দরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে