আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লাদাখে চীনা সেনাদের সঙ্গে সং'ঘ'র্ষে কমপক্ষে ২৩ ভারতীয় সেনা নিহ'ত হওয়ার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তে'জনা হঠাৎ বেড়ে গেছে বহুগুণ। টান'টান উত্তে'জনার মধ্যে এবার সীমান্তে ড্রোন ও হেলিকপ্টার টহল দিচ্ছে চীন। ভারতীয় গণমাধ্যম কলকাতা ২৪ এর খবরে এমনটাই দাবি করা হয়েছে।
দু'পক্ষের সেনাবাহিনীকেই এই মুহূর্তে হাই-অ্যা'লার্টে রাখা হয়েছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। শুধু তাই নয়, জাতীয় এক হিন্দি সংবাদমাধ্যম জানায় যে, ঘটনার পর অর্থাৎ সোমবার রাতে হওয়া ঝামেলার পর এলএসি'তে দফায় দফায় হেলিকপ্টার ওড়ার শব্দ পাওয়া গেছে।
মনে করা হচ্ছে, সোমবার যেভাবে উ'ত্ত'প্ত হয়ে উঠেছিল এর পরের সীমান্তে ন'জ'রদারি চালানোর জন্যেই চীনা এয়ারফো'র্সের এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। যদিও চীনের প্রতি মুহূর্তের পদক্ষেপের উপর ন'জর রাখছে ভারতও। আর তা ন'জর রাখতে গিয়ে দেখা গেছে যে, ইন্দো-চীন সীমান্তে ড্রোন উড়াচ্ছে চীন ফৌজ। মূলত ঘটনার পরে গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনারা কী পরি'স্থিতি রয়েছে তা জানতেই মূলত চীনা বাহিনী এসব ড্রোন ওড়াচ্ছে।
ভারত ও চীনের মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত। গত মাস থেকে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তে'জনা বেড়েছে। ভারত ও চীন দুই দেশই প্রকৃত নিয়'ন্ত্রণরেখা অতিক্রম করায় একে অপরকে দো'ষারো'প করে আসছিল। ১৯৬২ সালে ভারত-চীন যু'দ্ধের পর এই নিয়'ন্ত্রণরেখাটি করা হয়েছিল। চীন নিয়'ন্ত্রিত আকসাই চীন এবং বিরো'ধপূর্ণ জম্মু ও কাশ্মিরের মধ্যবর্তী অঞ্চলে এই নিয়'ন্ত্রণরেখার অবস্থান। সূত্র: কলকাতা ২৪।