আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশক পরে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে র'ক্তক্ষ'য়ী সং'ঘাতের পর বেইজিংয়ের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। এতে ভারতের সঙ্গে আর কোনো সং'ঘর্ষে না জড়িয়ে কূটনৈতিক বা সামরিক পর্যায়ে আলোচনায় বসতে চায় চীন। সং'ঘর্ষে ভারতের পক্ষ থেকে ২০ সেনা সদস্য নিহ'তের দাবি করা হলেও চীনের পক্ষ থেকে হ'তাহ'তের কথা না'কচ করা হয়।
বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিবৃতি এ মুখপাত্র ভারতীয় সেনাবাহিনীকে অ'ভিযু'ক্ত করেছেন। তিনি দাবি করেছেন, ভারতীয় সেনারা চীনের ভূখণ্ডে অবৈ'ধভাবে প্রবেশ করে সেনাদের আ'ক্র'মণ করে।
ঝাও কোনো রকম হ'তাহ'তের খবরের বিস্তারিত না জানিয়ে বলেন, উভয় দেশের সেনাদের মধ্যে মা'রা'ত্ম'ক শারিরীক ল'ড়াইয়ের কারণে নিহ'ত ও আহ'ত হয়েছে। সম্মুখ সেনাদের ক'ঠো'রভাবে নিয়'ন্ত্রণ, অ'বৈ'ধভাবে সীমান্ত অতিক্রম, উত্তে'জক অ'ঙ্গভ'ঙ্গি ও একতরফা কোনো কার্যক্রম না করতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। ঝাও বলেন, ''উভয় দেশ এই ইস্যুতে সম'স্যা সমাধানে আলোচনা ও সমঝোতার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই আরও সং'ঘ'র্ষ দেখতে চাই না।''
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র আরও বলেন, গালোয়ানের সার্বভৌমত্ব বরাবরই চীনের হাতে। ভারতীয় সেনাবাহিনী সীমান্ত সং'ক্রা'ন্ত প্রোটো'কল গু'রুত'রভাবে ল'ঙ্ঘ'ন করেছে এবং দ্বিপাক্ষিক কম্যা'ন্ডার স্তরের বৈঠকে সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্ত মানেনি। এদিকে সীমান্তে পরি'স্থিতি উন্নতির জন্য বুধবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামিনিয়াম জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন চীনের জ্যেষ্ঠ কূটনীতিক ওয়াং ই।