আন্তর্জাতিক ডেস্ক: উদ্ভূত প'রিস্থিতিতে দুই দেশের উ'ত্তেজনা প্রশমনে দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত পাঠিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে সীমান্তের অসামরিকীকৃত এলাকায় নতুন করে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে দক্ষিণে পাড়ি জমানো নাগরিকরা বেলুন এবং ড্রোন ব্যবহার করে পিয়ংইয়ংয়ের বি'রুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে বলে অভি'যোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার বিরু'দ্ধে ব্যবস্থা নেয়ার হু'মকি দেন।
তার এই হুম'কির পর সোমবার দেশটির কায়েসং শহরের সীমান্ত এলাকায় যৌথ লিয়াজোঁ অফিসে বি'স্ফোরণ ঘটিয়ে উ'ড়িয়ে দেয় উত্তর কোরিয়া। ক্রমবর্ধমান উ'ত্তেজনার মাঝে দক্ষিণ কোরিয়ার বিরু'দ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুম'কি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে যৌথ লিয়াজোঁ অফিস উড়িয়ে দেয়া হয়।
এদিকে, কোরীয় দ্বীপে নতুন করে উ'ত্তেজনা তৈরি হওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তার নিরাপত্তা উপদেষ্টা চুং ইউই-ইয়ং ও দেশটির গোয়েন্দাবাহিনীর প্রধান সুহ হুনকে বিশেষ দূত হিসেবে পাঠানোর প্রস্তাব দিয়ে পিয়ংইয়ংকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।
কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এবং দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ এক কর্মকর্তা ওই প্রস্তাবকে কৌশলহীন ও অকল্যাণকর বলে প্রত্যাখ্যান করেছেন।
উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুন জায়ে ইনের প্রস্তাবকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন কিম। একই সঙ্গে সঙ্ক'ট সমাধানে দূত ব্যবহারের অভি'যোগ এনে এই প্রস্তাবকে অযৌ'ক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। সূত্র: আলজাজিরা।