আন্তর্জাতিক ডেস্ক : চীনা দ'খল থেকে ভারতীয় ভূখণ্ড ফিরিয়ে নেয়াই একমাত্র জবাব বলে মন্তব্য করেছেন দেশটির ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ও লোকসভার সদস্য আসাদ উদ্দিন ওয়াইসি।
সোমবার সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘ'র্ষে ২০ ভারতীয় সেনা নিহ'তের পর বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ছয় বছর প্রধানমন্ত্রী মোদি চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ১৮ বার কথা বলেছেন। এসব আলোচনার কারণ কী? `চীন আমাদের ভারতীয় ভূখণ্ড গালওয়ান উপত্যাকা দ'খল করেছে, ২০ সেনা তাদের জীবন হারিয়েছেন। এর একমাত্র জবাব আমাদের ভূখণ্ড ফিরিয়ে নেয়া।'
গত সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যাকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘ'র্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্য নিহ'ত হয়। অসমর্থিত সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, চীনের ৪৫ সেনা সদস্য নিহ'ত হয়েছে। তবে চীন হ'তাহ'তের বিষয়ে বিস্তারিত জানায়নি।
এদিকে সীমান্ত উ'ত্তেজনা নিয়ে সংঘ'র্ষের পর থেকে তিন দ'ফায় সামরিক পর্যায়ে লাদাখের সংঘ'র্ষস্থলে বৈঠক হয়েছে। তবে চীন সীমান্ত থেকে সেনা না সরানোর বিষয়ে অনড় থাকায় বৃহস্পতিবারও আলোচনা ফলপ্রসূ হয়নি। সূত্র: নিউজ এইটিন