আন্তর্জাতিক ডেস্ক : এই ঘ'টনা দেখে অনেকেই অ'বা'ক হয়েছেন। পাকিস্তানের এক ডেলিভারি বয় খাবার ডেলিভারি করতে যায়। আর তখনই ঘটে সেই অঘ'টন। দু'জন দুস্কৃতী বাইক চালিয়ে হা'মলা করে ওই যুবকের ওপর। অ'স্ত্রের মুখে কেড়ে নেয় মোবাইল ফোন, গাড়ির চাবি ও টাকাসহ তার কাছে থাকা দামি সামগ্রী।
কেড়ে নেওয়ার পর ওই ডেলিভারি বয় কাঁ'দতে থাকে। এরপর ঘ'টলো এক বি'র'ল ঘ'টনা। ডেলিভারি বয়ের চোখের পানি আর আকুতি দেখে গলে গেল ছিন'তাইকারীর মন। চু'রি করা সামগ্রী ফিরিয়ে দিল তারা। শুধু তাই নয় জড়িয়ে ধ'রলো ডেলিভারি বয়কে। এই ঘ'টনা সিসিটিভি ফুটেজে ধ'রা পড়ে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাই'রাল হয়। ভিডিও