আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে লাগাতার সাংগঠনিক সভা করছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার এক সভায় তিনি বলেন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২০ থেকে ২৪০টি আসন পাবে। সেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উক্তি করেন বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়কে যত মুসলিম বানাবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাড়বে।
এর আগে সাংগঠনিক সভায় ২০২১ বিধানসভা নির্বাচনের কৌশল বদল করা হবে বলে ঘোষণা করেছিলেন দলের পর্যবেক্ষক অনুব্রত। বলেন, ২১-এর ভোট হবে ভ'য়ঙ্ক'র ভোট। তবুও আমরা ২২০ থেকে ২৪০টি আসন পাব। নারী ও মুসলিমদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব সহজে মিশে যান তার প্রশংসা করেছেন অনুব্রত।
একইদিন সরাসরি হুঁ'শিয়ারি জারি করেছেন বিজেপির বিরু'দ্ধে। বলেছেন, বিজেপি কোন কথা বলে জানে না শুধু দা'ঙ্গা লাগাতে পারে। সেই সাথে তিনি বলেন যেকোন মূল্যে এনআরসি চালু করতে দেবে না তৃণমূল কংগ্রেস।