শুক্রবার, ১৯ জুন, ২০২০, ০৬:৫৮:৩৩

ভারতকে বি'পদে ফেলতে চীনের নতুন কৌ'শল!

ভারতকে বি'পদে ফেলতে চীনের নতুন কৌ'শল!

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সীমান্তে উত্তে'জনার পা'রদ ক্র'মশ চড়ছে। চীন যু'দ্ধের প্ররো'চনা দিলে ভারত যে ছেড়ে কথা বলবে না, তা স্পষ্ট করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। তাই কি এবার অন্যভাবে ভারতের পথে কাঁ'টা বিছিয়ে দিতে চাইছে চীন? ভারতীয় সংবাদমাধ্যমের হাতে আসা এক উপ'গ্রহ চিত্র এই প্রশ্ন তুলে দিল। 

হাই রেজো'লিউশনের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, গালওয়ান নদীর গ'তিপথ বদ'লানোর চেষ্টা চালাচ্ছে চীন। উপ'গ্রহ চিত্র অনুযায়ী, ভারত-চীন সীমান্তের খুব কাছা'কাছি গালওয়ান নদীর কাছে বুলডো'জার জড়ো করেছে চীন, যা দেখে ওয়া'কিবহাল ম'হলের ধা'রণা, সেই নদীর গতিপথে পরিবর্তন ঘ'টানোর চেষ্টা করছে চীন। 

যেখানে বুলডো'জারগু'লি দাঁড় করানো আছে, সেখান থেকে ক্ষী'ণ ধা'রায় নদীটি বয়ে যাচ্ছে। সেখানে বুলডোজার দাঁড় করিয়ে কাদামাটি ফেলে নদীর গতি'পথ অব'রু'দ্ধ করা হতে পারে বলে আশ'ঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত, চীন থেকে বয়ে আসা নদীটি লাদাখের উপর দিয়ে বয়ে গেছে। এই নদীর ধা'রেই ভারতীয় সেনাবাহিনীর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সেখানেই সেনা সদস্যরা অত'ন্দ্র পাহা'রায় থাকে। 

এই নদীর গ'তিপথের কাছে চীনের বুলডো'জার জড়ো করা নিয়ে প্র'শ্ন উঠতে শুরু করেছে। যদিও এ বিষয়ে চীনের পক্ষ কোনও বিবৃতি মেলেনি। বিগত ৪৫ বছরের ইতিহাসে প্রাণহা'নির কুৎ'সিততম ন'জির গড়েছে গালওয়ান। পূর্ব লাদাখে ওই উ'পত্য'কায় ভারতীয় ভূখ'ণ্ড র'ক্ষা করতে গিয়ে ১৫ জুন চীনা বাহিনীর হা'মলায় নিহ'ত হয়েছেন ২০ জন ভারতীয় সেনা সদস্য। তারপর থেকেই লা'গাতার আলোচনা চলছে দু'দেশের মধ্যে। 

তবে বিবা'দ কিছুতেই মি'টছে না। এখনও গালওয়ানে ঘাঁ'টি গেড়ে বসে আছে চীনের সেনারা। প্রকৃত নিয়'ন্ত্রণরেখায় আরও সং'ঘা'ত এড়াতে বুধবার ভারত ও চীনের মধ্যে মেজর জেনারেল স্তরে বৈঠক হয়। তবে চীনা বাহিনীর এক'গুঁয়ে মনোভাবের জন্য ভে'স্তে যায় আলোচনা। সূ'ত্রের খবর, পূর্ব লাদাখে পরি'স্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার ফের বৈঠকে বসেছেন দুই দেশের সেনা কর্তারা। এমন পরি'স্থিতিতে গালওয়ান নদীর কাছে বুলডো'জার জড়ো করার উপগ্রহ চিত্র চা'ঞ্চল্য আরও বাড়িয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে