শনিবার, ২০ জুন, ২০২০, ০১:৩৫:৫০

উইঘুর মুসলমানদের ওপর দ'মন-পী'ড়ন ‘ঠে'কাতে’ বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

উইঘুর মুসলমানদের ওপর দ'মন-পী'ড়ন ‘ঠে'কাতে’ বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু জাতিসত্তা উইঘুর মুসলমানদের ওপর দ'মন-পী'ড়ন ‘ঠে'কাতে’ নতুন একটি নি'ষেধাজ্ঞার বিলে স্বাক্ষর করেছেন। বুধবার তিনি এই স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, ট্রাম্প এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন তার নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নতুন বইয়ে দাবি করেছেন, উইঘুর মুসলিমদের গণহারে আ'টকের বিষয়ে ট্রাম্প চীনকে আগে অনুমতি দিয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, এই বিলটির বিরু'দ্ধে কংগ্রেসে মাত্র একটি ‘না’ ভোট পড়ে। উইঘুর মুসলিমদের প্রতি চীনের আচরণের বিরোধিতা করে এই বিলের মাধ্যমে ‘শক্ত বার্তা’ পাঠাতে চায় আমেরিকা।জাতিসংঘের তথ্য অনুযায়ী, জিনজিয়াং প্রদেশে ১০ লাখের বেশি মুসলিমকে ক্যাম্পে আটকে নিয়মিত নির্যা'তন করা হয়। তবে, চীন সব সময় এই তথ্য অস্বীকার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে