শনিবার, ২০ জুন, ২০২০, ০৬:৪৭:৫৫

করোনায় স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতি, গ্রেফতার জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী

করোনায় স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতি, গ্রেফতার জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নী'তির অভিযো'গে গ্রে'ফতার হয়েছেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়ো। শুক্রবার দেশটির দুর্নী'তি দ'মন কমিশনের (জেডিএসিসি) মুখপাত্র জন মাকামুরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম সিজিটিএন আফ্রিকা।

গণমাধ্যমটি জানায়, করোনা মো'কাবেলায় প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ কেনার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়োর বি'রু'দ্ধে দুর্নী'তির অভিযোগ পাওয়া গেছে। কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয় এমন একটি সাধারণ প্রতিষ্ঠানকে স্বাস্থ্য উপকরণ সরবরাহের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন মোয়ো। 

জিম্বাবুয়ের ক্রয় নিবন্ধন কর্তৃপক্ষকে না জানিয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি। আলজাজিরা জানিয়েছে, ওই চু'ক্তিতে ড্রা'ক্স ইন্টারন্যাশনাল নামের সেই পরামর্শক প্রতিষ্ঠানকে ৪২ মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দিয়েছেন জিম্বাবুইয়ান স্বাস্থ্যমন্ত্রী।

এ দুর্নী'তির খবর প্রকাশ হতেই গত সপ্তাহে ওই চু'ক্তি স্থ'গিত করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানগাওয়া। গ্রে'ফতার করা হয় ড্রা'ক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধি ও স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়োকে। শনিবার আদালতে হাজির করা হবে তাকে। জানা গেছে, মোয়োকে হা'রারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। শনিবার আদালতে হাজির করা হবে তাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে