আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামা'রী এখন বি'পজ্জ'নক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। করোনা মহামা'রির বি'স্তার বেড়ে যাচ্ছে বলে সত'র্কও করেছেন তিনি। তিনি বলেন, বিশ্ব এখন নতুন ও বি'পজ্জ'নক পর্যায়ে উপনীত হয়েছে। এই ভাইরাস এখনও দ্রুত গতিতে বিস্তার লাভ করছে।
বিশ্বের বেশিরভাগ মানুষ এখন ঝুঁ'কিতে। শুক্রবার জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সংম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এসব কথা বলেন। বৃহস্পতিবার এক দিনে দেড় লাখ নতুন রোগী শনা'ক্তের পরই এ হুশিয়ারি দিলেন তিনি।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ সং'ক্র'মণ শনা'ক্তের রেকর্ড হয়েছে, যা গত ডিসেম্বরে মহামা'রি শুরুর পর থেকে সবচেয়ে বেশি। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নতুন সং'ক্র'মণের ঘ'টনা ঘ'টেছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে। বিশ্বে এ পর্যন্ত ৮৬ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনা'ক্ত হয়েছে।
তার মধ্যে সাড়ে ৪ লাখের বেশি মানুষ মা'রা গেছে। সংবাদ সম্মেলনে সংস্থার বিশেষজ্ঞ মাইক রায়ান বিভিন্ন দেশে সং'ক্র'মণের দ্বিতীয় দফার ঢেউয়ে উদ্বে'গ প্রকাশ করেন। পরি'স্থিতির আপত উন্নতিতে বিভিন্ন দেশের বিধি-নিষে'ধ তুলে নেয়ার দিকটি নিয়ে তিনি বলেন, লকডাউন থেকে বের হওয়ার সিদ্ধান্তটি সতর্কতার সঙ্গে নেয়া উচিৎ। তা নিতে হবে ধাপে ধাপে, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে।