শনিবার, ২০ জুন, ২০২০, ০৯:১৮:০৮

আমরা ভারতীয় সেনার সাথে, চীন দূর হঠো : চীনাদের বিক্ষো'ভ মিছিল

আমরা ভারতীয় সেনার সাথে, চীন দূর হঠো : চীনাদের বিক্ষো'ভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখ ইস্যুতে তোলপাড় গোটা ভারত। দাবি উঠেছে চীনা পণ্য বয়'কটের। এই পরি'স্থিতিতে ভারতের পাশেই দাঁড়ালেন কলকাতার চায়না টাউনের তৃণমূলের কর্মী-সমর্থকরা। সুর চ'ড়ালেন চীনের বিরু'দ্ধে। ভারত-চীন সং'ঘর্ষে ভারতীয় সেনাদের প্রাণ ত্যাগের ক্ষ'ত এখনও টাটকা। ক্ষো'ভের আ'গুন জ্বলছে প্রত্যেক ভারতর ভিতর। 

পশ্চিমবঙ্গের ছবিটাও ভিন্ন নয়। সেনাদের উপর চীনাদের নৃশং'সতার ছবি প্রকাশ্যে আসতেই ক্ষো'ভ উ'গড়ে দিয়েছে শহর থেকে জেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসি'ন্দারা দাবি তুলেছেন চীনা পণ্য বয়'কটের। এই পরি'স্থিতিতে শনিবার কলকাতার চায়না টাউনের তৃণমূলের কর্মী-সমর্থকদের নিয়ে একটি প্রতি'বাদ মিছিলের আয়োজন করেন জাভেদ খান ও তার পুত্র ফইয়াজ খান। সেই প্রতিবাদ মিছিল থেকে চীনা, বাংলা, হিন্দি ও ইংরাজি ভাষায় চীনা ব'র্ব'রতার বিরু'দ্ধে সরব হন চীন প্রবাসীরা। পাশে দাঁড়ান ভারতীয় সেনার।

প্রসঙ্গত, চীনানা নৃশং'সতার প্রাণ দেওয়া ২০ জন সেনার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের দু'জন। একজন বীরভূমের বাসিন্দা অপরজন আলিপুরদুয়ারের। গতকালই ঘরে ফিরেছে তাদের দেহ। অবিলম্বে বীরভূমের সেনার বোনকে চাকরি দেওয়ার প্রতি'শ্রুতিও দিয়েছে প্রশাসন। শনিবার আলিপুরদুয়ারে শহিদ বিপুলের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে অর্থ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে