শনিবার, ২০ জুন, ২০২০, ১০:৩২:০৬

পাকিস্তান ঘনি'ষ্ঠ এই চীনা জেনারেলের নির্দেশেই লাদাখে ভারতীয় সেনা হ'ত্যা

পাকিস্তান ঘনি'ষ্ঠ এই চীনা জেনারেলের নির্দেশেই লাদাখে ভারতীয় সেনা হ'ত্যা

আন্তর্জাতিক ডেস্ক : গত দু'মাস ধ'রে ভারত-চীন সীমান্তের পরি'স্থিতি উত্তে'জনার মধ্য দিয়েই যাচ্ছে। তবে গত ১৫ জুন ভারতের ২০ জন সৈন্য নিহ'ত হওয়ার ঘটনায় সে পরি'স্থিতি আরও ভ'য়াব'হ হয়ে উঠেছে। যদিও সীমান্তে পাকিস্তান ও চীনের সাথে উত্তে'জনা পরিস্থিতি নতুন কিছু নয়। 

দুই দেশের সেনাদের মধ্যে ঝামে'লা প্রায়ই হয়, আবার আলোচনার মাধ্যমে স্বাভাবিক হয়ে যায় পরি'স্থিতি। তবে এবার পরি'স্থিতি হিং'সা'ত্মক রূপ নিয়েছে। ভারতীয় মিডিয়া বলছে, এই ঘটনার পিছনে রয়েছে চীনের মেজর জেনারেল সু কিলিয়াং। তার ইশা'রাতেই ঘটেছে এই হিং'সা'ত্মক ঘটনা।

কিন্তু কে এই সু কিলিয়াং? জানা যায় চীনের রাষ্ট্রপতি শি জিন পিন সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান। এর ঠিক পরেই দায়িত্বে রয়েছেন সু কিলিয়াং। অর্থাৎ পিপল লিবারেশন আর্মির পদাধিকারীর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। চীনের রাষ্ট্রপতির অত্যন্ত ঘনি'ষ্ঠ এবং ভরসাযোগ্য সু কিলিয়াং।

এখন পর্যন্ত চীনা সেনার পাঁচ থিয়েটার কমান্ডের চারটেতে প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। গত ৫ জুন সু কিলিয়াংকে পশ্চিমী থিয়েটার কমান্ডের সেনাপ্রধান হিসেবে পাঠানো হয়েছিল। এর ঠিক পরেই ঘটে গালোয়ান ঘাটিতে হিং'সা'ত্মক ঘটনা। আর ঠিক এখান থেকেই উঠে আসছে পাকিস্তান ত'থ্য।

জানা যাচ্ছে, লাদাখ সীমান্ত সম'স্যা সামাল দিতে সু কিলিয়াংকে দায়িত্বে আনার পিছনে মূল কারণ পাকিস্তান। গতবছর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধা'রা তুলে নেওয়ার ২০ দিন পর পাকিস্তান সফরে এসেছিলেন কিলিয়াং। সেই সময় থাকে জামাই আদর করে পাকিস্তান। 

সেনা সং'ক্রা'ন্ত একাধিক বিষয় নিয়ে চু'ক্তিও হয় দুই দেশের মধ্যে। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এর ঠিক পর সাম্প্রতিক এই ঘটনায় অনুমান করা হচ্ছে, রীতিমতো পরিক'ল্পনা করেই সু কিলিয়াংকে পশ্চিমী থিয়েটার কমান্ডের দায়িত্ব দেয়া হয়েছে। সূত্র : মহানগর ২৪x৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে