আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারত সীমান্তে হেলিপ্যাড নির্মাণ ও সামরিক ক্যাম্প স্থাপন করছে নেপাল সেনাবাহিনী। যার ফলে ভারত ও নেপালের মধ্যে কূটনৈতিক উ'ত্তেজনা আরও বৃদ্ধি পেল।
এর আগে নেপাল ভারতের সাথে বিতর্কি'ত ভূখণ্ড লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় এই দু'দেশের মধ্যে কূটনৈতিক উ'ত্তেজনা বৃদ্ধি পেতে শুরু করে।
গত ১২ জুন বিহার সীমান্তে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় নিহ'ত ও দুইজন গু'রুতর আহ'ত হয়। এ ছাড়া একজন ভারতীয়কে আট'ক করে নেপালের সীমানা চৌকিতে নিয়ে যাওয়া হয়। এরপরই গত ১৪ জুন ভারতের উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নিজেদের দাবি করে এক নতুন মানচিত্র দেশটির সংসদে পাশ করে নেপাল সরকার।