রবিবার, ২১ জুন, ২০২০, ১০:৩৩:৪৩

ভারত সীমান্তের দিকে ধে'য়ে আসছে সেনা ও অ'স্ত্র বোঝায় চীনের শত শত সামরিক ট্রাক

ভারত সীমান্তের দিকে ধে'য়ে আসছে সেনা ও অ'স্ত্র বোঝায় চীনের শত শত সামরিক ট্রাক

আন্তর্জাতিক ডেস্ক : ভারত সীমান্তের দিকে ধে'য়ে আসছে সেনা ও অ'স্ত্র বোঝায় শত শত ট্রাক, বু'লডো'জার ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে যু'দ্ধ সাজে এগিয়ে আসছে চীনা বাহিনী। ৯ জুন গালওয়ান উ'পত্যকার উ'পগ্র'হের ছবি থেকে ১৬ জুনের ছবি অনেকটাই আলাদা। উ'পগ্র'হ চিত্রে দেখা যায়, সীমান্তের কাছে চীনের বড় সড় সা'মরিক প্র'স্তুতি চলছে। 

এলএসি বরাবর চীনা বাহিনীর নিয়'ন্ত্রণাধীন এলাকায় ১২৭টি গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। এলাকাটি এলএসি থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত। ভারত সীমান্ত থেকে ২০০ কিলোমিটারের মধ্যে পুরোদ'স্তুর বিমান ঘাঁ'টিও গড়ে তুলেছে চীন। লাদাখের প্যাঙগঙ লেকের ২০০ কিলোমিটার দূরে তিব্বতের 'গাড়ি কুনসা'য় ১০ বছর আগে বিমানবন্দর নির্মাণ করে চীন। বেইজিং তখন জানিয়েছিল অসামরিক বিমান পরিবহনের জন্য বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে। 

কিন্তু উপ'গ্রহ চিত্রে ধ'রা পড়েছে, এক মাসে এ বিমানবন্দরের সম্প্রসারণের অনেক বেড়ে গেছে। সেখানে রীতিমতো বিমান ঘাঁ'টি বানিয়ে ফেলা হয়েছে। ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিমি. এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের। এর আগে বহুবার সীমান্ত নিয়ে বিবাদে জড়িয়েছে ভারত ও চীন। ভারতও সীমান্তে সা'মরিক শ'ক্তি বাড়াচ্ছে। লাদাখে যু'দ্ধবিমান ও অ্যা'টাক হেলিক'প্টার পাঠিয়েছে ভারত। যু'দ্ধনীতির ক্ষেত্রেও বড় পরিবর্তন এনেছে ভারত। সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে