আন্তর্জাতিক ডেস্ক : মেয়ের বাড়ি সেজে উঠেছিল আলোর রোশনাইয়ে। কনের সাজও চলছিল পুরোদমে। বিয়ে বাড়িয়ে পৌঁছে গিয়েছিলেন নিমন্ত্রিত অতিথিরাও।এ দিকে, সেজেগুজে বিয়ে করতে বেরিয়ে পড়েছিলেন বর। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যেতেন বিয়ের আসরে। তবে পুলিশ সঠিক সময়ে পৌঁছে রাস্তাতেই আ'টকে দেয় 'বরযাত্রা'।
জানা যায় , বর এবং তার বাবা দু'জনেই করোনা আক্রা'ন্ত। দিল্লিবাসী বর এবং তার পরিবার ১৫ জুন উত্তরপ্রদেশের অমেঠি এসে পৌঁছান এক আত্মীয়ের বাড়ি। কনে বারাবাঁকির হায়দারগড় গ্রামের বাসিন্দা। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, দিল্লিতে করোনার মা'রা'ত্বক প্রভাবের জেরে বর এবং বরযাত্রীর সকলের লালারসের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। সেই রিপোর্ট শুক্রবার এসে পৌঁছায়। সেখানেই জানা যায় করোনা আক্রা'ন্ত বর এবং তার বাবা।
এ দিকে যত'ক্ষণে রিপো'র্ট হাতে আসে ততক্ষণে কনের বাড়ি হায়দারগড়ের উদ্দেশে রওনা দিয়েছেন বর-সহ বরযাত্রী। তাদের আ'টকাতে খবর যায় পুলিশে। পুলিশ রাস্তায় আ'টকায় বর এবং বরযাত্রীকে। এরপর স্বাস্থ্য দফতরের তরফে তাদের স্থানীয় কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বাবা এবং ছেলে। বাড়ির বাকি ১০ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দে'শ দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠান আপাতত স্থ'গিত রাখা হয়েছে। পাত্র সুস্থ হলে ফের বসবে বিয়ের আসর। সূত্র : নিউজ ১৮