আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে গালওয়ান উপত্যাকায় ভারত ও চীনের মধ্যে ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে সং'ঘ'র্ষ হয়েছিল। ১৫ জুন রাতে সং'ঘর্ষে ভারতের শতাধিক জওয়ান অংশগ্রহণ করলেও চীনের পক্ষে ৩৫০ সেনা সদস্য অংশগ্রহণ করে। এতে ২০ জন নিহ'তসহ ভারতীয় শতাধিক সেনা ফিরে আসলেও চীনের বহু সেনা হ'তাহ'ত হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়।
রোববার বিজনেস টুডের প্রতিবেদনের বলা হয়, গালওয়ান নদী ও ১৪ নম্বর পেট্রল পয়েন্টের অংশে সং'ঘ'র্ষের পর কয়েকজন চীনা সেনাসদস্যের লা'শ বি'ক্ষি'প্তভাবে পড়ে থাকতে দেখা যায়। গালওয়ান ঘ'টনায় নিহ'তরা বিহারের ১৬ রেজিমেন্টের সদস্য। সং'ঘ'র্ষের বিষয়টি ভারতীয় গণমাধ্যমে তুলে ধ'রা হয়।
খবরে বলা হয়, চীনা সেনাবাহিনী গালওয়ানের ১৪ নম্বর পেট্রলিং পয়েন্ট দ'খ'ল নিয়ে সং'ঘ'র্ষের সূত্র'পাত ঘটে। ১৬ বিহার রেজিমেন্টের ছোট একটি টহল দলকে পাঠানো হয় চীনা সদস্যদের সেখান থেকে সরিয়ে দিতে। বিহার রেজিমেন্টের ওই টহল দলের সদস্যরা ১৪ নম্বর পয়েন্টে গিয়ে দেখেন ১০-১২ জন চীনা সেনা সেখানে অস্থায়ী কাঠামো তৈরি করে পাহারা দিচ্ছে।
ভারতীয় জওয়ানরা তাদের সরে যেতে বললে তারা এলাকা ত্যাগ করতে রাজি হননি। ওই সময় ভারতীয় জওয়ানরা আর কথা না বাড়িয়ে ইউনিটে ফিরে সে খবর জানান। তবে চীনা বাহিনী বুঝতে পারে ইউনিটে গিয়ে খবর দিলে ফের ভারতীয় সেনা বড় বাহিনী নিয়ে ফিরতে পারে। সেই অনুযায়ী প্র'স্তু'তি শুরু করে দেয় তারা। পিপি ১৪-এর কিছুটা ওপরের দিকে জড়ে হয় প্রায় ৩৫০ চীনা সেনা। সেখানে মজুত করা হয় অ'স্ত্রশ'স্ত্র।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চীনের অনড় অবস্থানের কারণে বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার সন্তোষ বাবুর নেতৃত্বে ৫০ জনের একটি দল ওই পেট্রোলিং পয়েন্টে পৌঁছায়। চীনা বাহিনীকে এলাকা ছাড়তে বলায় শুরু হয় বাদানুবাদ। বিহার রেজিমেন্টের জওয়ানরা তখন ওই অস্থায়ী কাঠামো ভা'ঙতে শুরু করে দেন। তাতেই শুরু হয় হা'তাহা'তি ও মা'রপি'ট। কিন্তু চীন আগে থেকেই অ'স্ত্র মজুত করেছিল।
তুলনামুলক উঁচু অবস্থানে থেকে শুরু করে পাথরবৃষ্টি। খবর পেয়ে ভারতের পক্ষের পিপি-১৫ এবং পিপি১৭এ থেকে আরও ৫০ সেনা জওয়ান পরে যোগ দেন। প্রথমে চীনা সেনারা ১৬ রেজিমেন্টের হাবিলদার পালানের ওপর আ'ক্র'মণ করে। পরে উভ'য় দেশের সেনাদের মধ্যে সং'ঘ'র্ষ ছড়িয়ে পড়ে। রাতে প্রায় তিন ঘণ্টা ধ'রে সং'ঘ'র্ষ চলে উভয় দেশের জওয়ানদের মধ্যে।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পরের দিন সকালে চীনা সেনাদের লা'শ সং'ঘ'র্ষ স্থলে ছড়িয়ে ছি'টিয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের চীনা সেনাদের কাছে হস্তা'ন্তর করা হয়। ভারতের পক্ষে ১০০ সেনা সদস্য অংশ নিয়েছিল আর চীনা পক্ষে ৩৫০ জন অংশ নিয়েছিল। খবরে বলা হয়েছে, তবুও ১৪ পেট্রল পয়েন্ট চীনা বাহিনী থেকে উ'দ্ধা'র করেছে ভারতীয় জওয়ানরা।