আন্তর্জাতিক ডেস্ক : ভারতে তৈরি হওয়া ওষুধের প্রায় ৭০ শতাংশ প্রয়োজনীয় কাঁচামাল আসে চীন থেকে। লাদাখের গালওয়ানে ভারত-চীন সেনার বি'বা'দের পর ওই কাঁচামালের দাম এক ধা'ক্কা'য় প্রায় ৩০ শতাংশ বা'ড়িয়ে দিয়েছে চীনা সং'স্থাগুলি।
উত্তরাখ'ণ্ড এবং হিমাচল প্রদেশের একাধিক ফা'র্মাসিউ'টিক্যা'ল সং'স্থাগুলি জানিয়েছে, ১৫ জুনের পর বিগত ৫-৬ দিনে ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামালের দাম প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বা'ড়িয়ে দিয়েছে চীনা সং'স্থাগুলি।
কাঁচামালের দাম এক ধা'ক্কা'য় প্রায় ৩০ শতাংশ বৃ'দ্ধি পাওয়ার প্র'ভা'ব স'রাস'রি প'ড়বে ওষুধের দামেরও উ'পরে। ফলে প্যা'রাসি'টাম'ল থেকে অ্যা'ন্টিবা'য়ো'টিক— সবেরই দাম বাড়তে পারে অদূর ভবিষ্যতে। জানা গিয়েছে, উত্তরাখ'ণ্ড এবং হিমাচল প্রদেশ— এই দুই রাজ্যে সব মিলিয়ে চারশোরও (৪০০) বেশি ফা'র্মাসি'উটিক্যা'ল সং'স্থা চিনের ১০ থেকে ১২টি কাঁচামাল স'রবরা'হকা'রী সং'স্থার উপর নির্ভরশীল।
ওষুধের কাঁচামাল স'রবরা'হকা'রী গু'জরাতের সং'স্থা ‘গৌ'রা'ঙ্গ ই'ন্টারন্যা'শনাল’-এর (Gau'rang International) ক'র্ণধা'র সুনীল কুমার জানান, বিগ'ত চার-পাঁচ দিনে চিন থেকে আমদানি হওয়া ওষুধের কাঁচামালের দাম অনেকটাই বে'ড়েছে। ফলে সম'স্যায় বড়তে হচ্ছে ভারতের ফা'র্মাসিউ'টিক্যা'ল সং'স্থাগুলিকে।-জিনিউজ