মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ০১:৪৫:১৫

করোনায় আক্রা'ন্ত প্রায় ৯২ লাখ, সুস্থ প্রায় ৫০ লাখ মানুষ

করোনায় আক্রা'ন্ত প্রায় ৯২ লাখ, সুস্থ প্রায় ৫০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামা'রি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রা'ন্ত শনাক্ত হয়েছে ৯১ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৭ লাখ ৭৬ হাজার ২৪৫ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৭ হাজার ৮৮৮ জন (২ শতাংশ) আশ'ঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রা'ন্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রা'ন্তদের মধ্যে ৪৯ লাখ ৩৭ হাজার ২৭৭ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১০ লাখ দুই হাজার ৯২৯ জন, ব্রাজিলে পাঁচ লাখ ৯৪ হাজার ১০৪, রাশিয়ায় তিন লাখ ৪৪ হাজার ৪১৬ জন, চিলিতে দুই লাখ পাঁচ হাজার ৩৯৭, ভারতে দুই লাখ ৪৮ হাজার ১৩৭, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৮৩ হাজার ৪২৬, জার্মানিতে এক লাখ ৭৫ হাজার ৩০০, ইরানে এক লাখ ৬৬ হাজার ৪২৭, তুরস্কে এক লাখ ৬১ হাজার ৫৩৩, পেরুতে এক লাখ ৪৫ হাজার ৩২০, মেক্সিকোতে এক লাখ ৪০ হাজার ১১৮, সৌদি আরবে এক লাখ পাঁচ হাজার ১৭৫, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৪২৫ এবং ফ্রান্সে ৭৪ হাজার ৬১২ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কানাডায় ৬৪ হাজার ৩৩৪ জন, বাংলাদেশে ৪৬ হাজার ৭৫৫, সুইজারল্যান্ডে ২৯ হাজার,  বেলজিয়ামে ১৬ হাজার ৭৭১, অস্ট্রিয়ায় ১৬ হাজার ২৪১,  দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৯০৮, মালয়েশিয়ায় আট হাজার ১৭৭ জন এবং অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৯০৪ সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘা'তী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং চার লাখ ৭৪ হাজার ৩৩৯ জন রোগী মা'রা গেছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামা'রি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে