মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ০৫:১৬:৫৯

এক কারখানায় ১৫০০ জনের শরীরে করোনা পজিটিভ

এক কারখানায় ১৫০০ জনের শরীরে করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে মাংস প্যাকেটজাত করার একটি কারখানায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশটিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। দেশটির নর্থ-রাইন-ওয়েস্টফারিয়ায় গুটেরস্লো জেলায় টনিজ নামে ওই কারখানাটির ১৫০০ জনের বেশি শ্রমিক-কর্মচারীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিবিসি জানায়, ওই এলাকাটিতে তিন লাখ ৬০ হাজার লোকের বসবাস। ৩০শে জুন পর্যন্ত এই লকডাউন বলবত থাকবে। লকডাউন থাকা অবস্থায় বার, সিনেমাহল, ব্যায়ামাগার, মিউজিয়াম বন্ধ থাকবে। শুধুমাত্র রেস্তরাঁগুলো খাবার সরবরাহ করতে পারবে।

জার্মানিতে মে মাসে লকডাউন তুলে নেওয়ার পর এই প্রথম তা আবার আবার আরো'প করা হচ্ছে। জার্মানি যেভাবে করোনা ভাইরাস মো'কাবেলা করেছে, তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তবে সেদেশে নতুন করে সং'ক্র'মণ নিয়ে উদ্বে'গ বাড়ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে