মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ০৬:৩২:৪০

সৌদির রাজধানী রিয়াদে বড় ধ'রনের ক্ষে'পণা'স্ত্র হা'মলা চালালো ইয়েমেন

সৌদির রাজধানী রিয়াদে বড় ধ'রনের ক্ষে'পণা'স্ত্র হা'মলা চালালো ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হু'থি বি'দ্রো'হীগো'ষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধ'রনের ক্ষে'পণা'স্ত্র ও ড্রো'ন হা'মলা চালিয়েছে। যু'দ্ধবি'ধ্ব'স্ত ইয়েমেনে সম্প্রতি সৌদি আরব যে র'ক্তক্ষ'য়ী ব'র্ব'র হা'মলা চালিয়েছে তার জবা'বে ইয়েমেনিরা এই হা'ম'লা চা'লাল।

ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা আজ মঙ্গলবার জানিয়েছে, সৌদি আরবের গভীর অভ্য'ন্তরে হা'মলার ব্যা'পারে ইয়েমেনের সাম'রিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিস্তা'রিত ত'থ্য জানাবেন। এর আগে আজ দিনের প্রথম দিকে সৌদি আরবের মানবাধিকার কর্মীরা জানান, তারা রাজধানী রিয়াদের উত্তরে বিশাল বি'স্ফো'রণের শব্দ শুনতে পেয়েছেন।

সৌদি নেতৃত্বাধীন সাম'রিক জোট দাবি করেছে, তারা হুথি যো'দ্ধাদের ছোঁ'ড়া ব্যা'লি'স্টিক ক্ষে'পণা'স্ত্র সফলতার সাথে ধ্বং'স করেছে। সৌদি জোটের মুখপাত্র কর্নেল তু'র্কি আল-মালকি এ হা'ম'লাকে বেসামরিক জনগণ ও স্থা'পনার বি'রু'দ্ধে ইচ্ছাকৃত এবং ধা'রাবাহিক অ'ভিযা'ন বলে উল্লেখ করেন।

এর আগে তু'র্কি আল-মালকি জানিয়েছেন, হু'থি যো'দ্ধারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আরও একটি হা'মলা চালিয়েছে। তিনি দাবি করেন, সৌদি নেতৃ'ত্বাধীন জো'ট আটটি বো'মাভ'র্তি ড্রো'ন ও তিনটি ব্যা'লি'স্টিক ক্ষে'পণা'স্ত্র ধ্বং'স করেছে। ক্ষে'পণা'স্ত্রগুলো ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশ থেকে নাজরান ও জিজান অঞ্চল ল'ক্ষ্য করে ছোঁ'ড়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে