মঙ্গলবার, ২৩ জুন, ২০২০, ০৮:৫৩:২৫

চীনের ক'ড়া হুঁ'শিয়া'রি '' চীনে সার্জি'ক্যাল স্ট্রা'ইক হলে ধ্বং'সা'ত্মক ফল ডেকে আনবে ভারত''

চীনের ক'ড়া হুঁ'শিয়া'রি '' চীনে সার্জি'ক্যাল স্ট্রা'ইক হলে ধ্বং'সা'ত্মক ফল ডেকে আনবে ভারত''

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে র'ক্তক্ষ'য়ী সং'ঘ'র্ষের পর যখন প্র'চ'ণ্ড উত্তে'জনা চলছে তখন ভারত এবং চীনের সামরিক কমা'ণ্ডার বৈঠক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইরানের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল প্রেসটিভি এ খবর দিয়েছে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক হলো।

খবরে বলা হয়েছে, বিত'র্কিত আকসাই চীন-লাদাখ সীমান্তের লাইন অব একচু'য়াল কন্ট্রো'লে চীনের অভ্য'ন্তরে দু'পক্ষের কমান্ডারা সোমবার বৈঠকে বসেন। এর আগে গত বৃহস্পতিবার দু পক্ষের নিচের পর্যায়ের সেনা কর্মকর্তারা বৈঠকে বসেন। তবে বৈঠক হলেও আপাতত পিছু হ'টছে না চীন। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনের সেনাবাহিনীর সঙ্গে প্রায় ছয় সপ্তাহের উত্তে'জনার পর প্রথমবারের মতো এই স'ঙ্ক'টে পাকিস্তানকে জড়িয়ে ভারতের প্রতি কড়া হুঁশি'য়ারি দিয়েছে বেইজিং।

চীন সরকারের মুখপত্র হিসেবে পরিচিত দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লো'বাল টাইমস পাকিস্তানে চালানো ভারতের সার্জিক্যাল স্ট্রা'ইকের কথা উল্লেখ করে দেশটিকে সত'র্ক করে দিয়ে বলেছে, পাকিস্তান এবং অন্যান্য প্রতিবেশিদের সঙ্গে যা করে ভারত, চীনের সঙ্গে তা করা উচিত হবে না।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় এবং সেপ্টেম্বরে উড়িতে সন্ত্রা'সী হা'মলায় ভারতীয় সৈন্যদের প্রা'ণহা'নির ঘ'টনার প্রতিশো'ধে পাকিস্তান অধিকৃত-কাশ্মীরে চালানো ভারতের সার্জি'ক্যাল স্ট্রা'ইকের কথা উল্লেখ করে চীনের ক্ষেত্রে একই পথে হাঁ'টা থেকে বিরত থাকার পরা'মর্শ দিয়েছে গ্লো'বাল টাইমস।

চীনের বেশ কিছু বিশেষজ্ঞের মন্তব্যের বরাত দিয়ে গ্লো'বাল টাইমস ভারতকে সত'র্ক করে দিয়ে বলেছে, বেইজিংয়ের সঙ্গে একই ধ'রনের কোনও কিছু করা হলে তা ধ্বং'সা'ত্মক ফল ডেকে আনবে। সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির সেন্টার ফর সাইথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক লিন মিনওয়াং বলেছেন, ভারতে উত্ত'প্ত জাতী'য়তাবা'দ দেখতে পাওয়া স্বাভাবিক। কিন্তু চীনের সঙ্গে আরও উত্তে'জনা তৈরিতে এ ধরনের জাতী'য়তাবা'দ ভারতের নীতি নির্ধারণকে হাই'জ্যাক করবে কিনা; সেটি নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই।

তিনি বলেন, ভারত যখন পাকিস্তান এবং অন্যান্য প্রতিবেশিদের সঙ্গে সং'ঘা'তে জড়িয়ে পড়ে, তখন নয়াদিল্লিকে প্রকৃত কার্যক্রম পরিচালনার জন্য জাতী'য়তাবা'দ তা'ড়িত করতে পারে। কিন্তু এটি যখন চীনের ক্ষেত্রে আসে, তখন এটি ভিন্ন গল্প। বেইজিংয়ের সাম'রিক বিশে'ষ'জ্ঞ ওয়েই ডংজু শুক্রবার ভারতের প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠকে করা মন্তব্যের দিকে ই'ঙ্গিত করে কথা বলেছেন।

ওয়েই ডংজু বলেন, ভারতীয় সাম'রিক বাহিনী প্রয়োজনীয় যেকোনও ব্যবস্থা নিতে পারবে বলে মোদি যে মন্তব্য করেছেন তা দেশের জনগণকে সন্তুষ্ট এবং সৈন্যদের মনো'বল বাড়ানোর কৌ'শল হতে পারে। বেইজিংয়ের দাবি, চীনের সক্ষ'মতা শুধুমাত্র সাম'রিক ক্ষেত্রেই নয় বরং সব ক্ষেত্রেই। আন্তর্জাতিক প্রভা'বের দিক থেকে ভারতের চেয়ে অনেক ওপরে আছে চীন। চীনের সরকারি এই সংবাদমাধ্যমের প্রতিবেদনটির শিরোনাম করা হয়েছে, ভারত জানে- চীনের সঙ্গে যু'দ্ধে পারবে না তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে