আন্তর্জাতিক ডেস্ক : লাদাখের গালোয়ানে ভারতীয় ও চীনা সেনার মধ্যে সং'ঘ'র্ষে ২০ জন ভারতীয় সৈন্য পাশাপাশি বেশ কিছুজন চীনা সেনাও প্রা'ণ হা'রিয়েছেন, সোমবার এই কথা কা'র্যত স্বী'কার করে নিল চীনের সরকারি সংবাদমাধ্যম। যদিও সঠিক কত জন সেনা মা'রা গেছেন, তা জানানো হয়নি।
সোমবার একাধিক টুইটে গ্লো'বা'ল টাইমসের পক্ষ থেকে জানানো হয়, চীনা সরকার যদি গালোয়ানে নিহ'ত সেনার সংখ্যা প্রকা'শ করে তাহলে মোদি সরকার চা'পে পড়ে যাবে। ভারতীয় জনগণকে শা'ন্ত রাখার জন্য সেদেশের সরকার ইচ্ছে করে বেশি চীনা সেনা নিহ'ত হয়েছে বলে প্রচার করছে। ''ভারতীয়দের মধ্যে জা'তী'য়তাবা'দ ব'জায় রাখতে ইচ্ছা করে ভারত সরকার নিহ'ত চীনা সেনার সংখ্যা বেশি বলছে', দাবি গ্লো'বা'ল টাইমসের।
''চীনা সরকার এখন পরি'স্থি'তি আরও উ'ত্ত'প্ত হোক, এটা চায় না। সেই কারণেই তারা গালোয়ান সং'ঘ'র্ষে নিহ'ত চীনা সৈনিকদের সংখ্যা প্র'কা'শ করছে না। চীন যদি সেই সংখ্যা প্রকা'শ করে, আর তা নি'হ'ত ২০ জন ভারতীয় সেনাদের থেকে কম হয়, তাহলে ভারত সরকার ফে'র চা'পে পড়ে যাবে'', টুইট করে গ্লো'বা'ল টাইমস।
প্রস'ঙ্গত, লাদাখের গালোয়ান ভ্যালিতে গত সপ্তাহের সোমবার রাতে হ'ঠাৎ করেই র'ক্তক্ষ'য়ী সং'ঘর্ষে জ'ড়ি'য়ে পরে দুই দেশের সেনা। প্রাথমিক ভাবে জানা যায় ঘ'টনায় প্রা'ণ হা'রিয়েছেন ভারতের এক সেনা অফিসার ও দুই সেনা। কিন্তু মঙ্গলবার রাতের বেলা জানা যায়, শুধু দুই সেনা ও এক কর্নেল নন, চীন ও ভারতীয় সেনাবাহিনীর সং'ঘ'র্ষে ভারতীয় সেনার কমপক্ষে ২০ জন সেনা নি'হ'ত হয়েছেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই খবরের স্বী'কা'র করে নেওয়া হয়। শুধু তাই নয়, এই সং'ঘ'র্ষে চীনের ৪৩ জন সেনা মা'রা গেছে বলেও জানা যায় সূ'ত্র মার'ফ'ত। ভারতীয় সেনার প্রা'ক্তন প্রধান ত'থা কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং গতকাল জানান ওই সং'ঘ'র্ষে ৪০ চীনা সেনা মা'রা গেছেন।
একা'ধিক সংবাদসংস্থা সূ'ত্রে খবর, সং'ঘর্ষে ব'ন্দু'কের ব্যবহার না হলেও ভারতীয় সেনারা খা'লি হাতেই চীনা সেনার স'ম্মু'খীন হন। কিন্তু চীনা সেনা র'ড, কাঁ'টাতা'র জ'ড়া'নো লা'ঠি দিয়ে হা'ম'লা করে। যদিও ভারতীয় সেনারা খালি হাতেই ৪৩ চীনা সেনাকে ঘা'য়ে'ল (মৃ'ত ও আহ'ত) করে। চীনের পক্ষ থেকে বলা হয়, ভারতীয় সেনা তাদের সীমা'ন্তে ঢু'কে পড়ে। ভারত সেই অ'ভি'যো'গ অ'স্বী'কার করেছে। সূত্র : মহানগর ২৪।