বুধবার, ২৪ জুন, ২০২০, ০৮:৪৮:৫৪

সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল সেই দেশের সরকার

 সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল সেই দেশের সরকার

আন্তর্জাতিক ডেস্ক : নোভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) প'রিস্থিতিতে সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ প'রিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশটিতে ফিরে আসতে পারবে না বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ। মঙ্গলবার (২৩ জুন) দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনার মহামা'রির কারণে সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশিদের নিয়ে সীমিত পরিসরে পবিত্র হজ পালনের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন এ ঘোষণা দিয়ে বলেন, মাত্র এক হাজারের মতো মানুষ এবারের হজে অংশ নিতে পারবেন।

মঙ্গলবার সৌদির এই মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এ বছর বিদেশ থেকে হজযাত্রীদের আগমন নি'ষিদ্ধ করা হবে। এছাড়া হজে কারা অংশ নিতে পারবেন সে ব্যাপারে ক'ঠোর স্বাস্থ্যবিধি প্র'য়োগ করা হবে।

এদিকে সৌদিতে করোনাভাইরাসে আক্রা'ন্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৩ হাজার ৩৩৯ জন আক্রা'ন্ত হয়েছেন। এ নিয়ে আক্রা'ন্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মা'রা গেছেন ৪০ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃ'ত্যু হয়েছে ১৩৪৬ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭১০।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে