আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনা'ক্ত হয় প্রাণঘা'তী করোনাভাইরাস। এতে বিপর্য'স্ত হয়ে যায় চীন। পরে ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের দেশগুলোতে বিপর্যয় চালায় করোনাভাইরাস। এখন করোনা তা'ণ্ডব চালাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আরও ৪০ হাজার ১৩১ জন আক্রা'ন্ত হয়েছেন করোনায়। মহামা'রি শুরুর পর একদিনে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আক্রা'ন্তের নতুন রেকর্ড। দেশটিতে মোট আক্রা'ন্তের সংখ্যা ১১ লাখ ৫১ হাজার ৪৭৯ জন। আর মা'রা গেছে ৫২ হাজার ৭৭১ জন। আক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে ব্রাজিল। আর লাতিন আমেরিকায় তারা সবার ওপরে।