বুধবার, ২৪ জুন, ২০২০, ০৫:০৯:৪৯

সামনে করোনার আরও ভয়ঙ্কর রূপ দেখবে জাতি : ডা. অ্যান্থনি ফাউসি

সামনে করোনার আরও ভয়ঙ্কর রূপ দেখবে জাতি : ডা. অ্যান্থনি ফাউসি

আন্তর্জাতিক ডেস্ক : মহামা'রী করোনা ভাইরাসের দা'পটে কো'ণঠা'সা যুক্তরাষ্ট্রের জনগণ। রোজ আক্রা'ন্ত হচ্ছেন হাজার হাজার মানুষ; মা'রা যাচ্ছেন শয়ে শয়ে। মৃ'ত্যু এরই মধ্যে ১ লাখ ২০ হাজারের মা'ইলফলক অতি'ক্রম করেছে। তবু নি'য়ন্ত্রণে আসছে না কোভিড-১৯ সং'ক্র'মণ। 

আগামী কয়েক দিনে এ ভাইরাসের ভ'য়াব'হ রূপ যুক্তরাষ্ট্র দেখবে বলে স'ত'র্ক করেছেন দেশটির শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও সং'ক্রা'মক রোগ বিশেষ'জ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি। তিনি বলেন, বর্তমানে কিছু অঙ্গরাজ্যে করোনা ভাইরাসের বির'ক্তিকর উ'ত্থান দেখছে জাতি। তবে সামনের দিনগুলোতে এ সং'ক্র'মণ আরও ভ'য়াব'হ রূপ ধা'রণ করবে।

কোভিড-১৯ এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ও আ'ক্রা'ন্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। মা'রা গেছেন এক লাখ ২৩ হাজার ৪৭৩ জন। আর মোট আ'ক্রা'ন্তের সংখ্যা ২৪ লাখ ২৪ হাজার ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজারেরও বেশি আ'ক্রা'ন্ত হয়েছে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে নতুন করে সং'ক্র'মণ বেড়েছে। সবচেয়ে বেশি আ'ক্রা'ন্ত হচ্ছেন তরুণ জনগোষ্ঠী, যাদের বয়স ২০-৪০ বছরের মধ্যে।

মঙ্গলবার দেশটির করোনা ভাইরাস টাস্কফোর্সের সদস্য ডা. অ্যান্থনি ফাউসি বলেন, কয়েক দিন আগেও একদিনে নতুন করে ৩০ হাজার আ'ক্রা'ন্ত হওয়ার চিত্র দেখা গেছে। এই চিত্রটা আমার কাছে খুবই ক'ষ্টদা'য়ক। তবে আমরা বর্তমানে টেক্সাস, ফ্লোরিডা, আরিজোনাসহ অন্যান্য অঙ্গরাজ্যে করোনার যে ঢেউ দেখছি তা আগামী কয়েক সপ্তাহে ভ'য়াব'হ রূপ ধা'রণ করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে