বুধবার, ২৪ জুন, ২০২০, ০৯:৪৩:৫৯

লাদাখে সং'ঘর্ষে ভারতীয় সেনারাই পুরোপুরি দায়ী : দাবি চীনের

লাদাখে সং'ঘর্ষে ভারতীয় সেনারাই পুরোপুরি দায়ী : দাবি চীনের

আন্তর্জাতিক ডেস্ক : লাদাখে ভারত ও চীনের সেনাদের মধ্যে র'ক্তক্ষ'য়ী সং'ঘা'তের পর শুরু হওয়া সামরিক উত্তে'জনার রেশ এখনো কাটেনি। বরং পা'ল্টাপা'ল্টি অ'ভিযো'গ তোলা হচ্ছে। এবার ওই সং'ঘ'র্ষের জন্য পুরো'পুরিভাবে ভারতীয় সেনাদের দা'য়ী করেছে চীন। বুধবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছে চীনের প্রতির'ক্ষা মন্ত্রণালয়।   

গত ৬ই জুনের বৈঠকে গালওয়ান উপত্যকায় উত্তে'জনা কমাতে রাজি হয় চীন ও ভারত। তবে গেল ১৫ই জুন ভারতীয় সেনাদের উস'কানিতেই চীনের দ'খলে থাকা ভূ'খণ্ডে দুপক্ষের সং'ঘ'র্ষ হয়। ভারতীয় সেনারা সমঝো'তা ভ'ঙ্গ করেছে বলে দাবি চীনের। এ ঘ'টনার জন্য দা'য়ীদের ক'ঠো'র শা'স্তির দাবি জানিয়েছে বেইজিং।  

চীনের প্রতির'ক্ষা মন্ত্রণালয় আরও দাবি করে, গেল এপ্রিল থেকেই সীমান্তে নিজেদের শ'ক্তি বাড়াতে গালওয়ান উপত্যকায় সড়ক, সেতুসহ নানা স্থাপনা নির্মাণ করে আসছে ভারতীয় সেনারা। পাশাপাশি সীমান্তে চীনা সেনাদের নিয়মিত টহলেও তারা বা'ধা দিয়েছে বলে অভিযোগ চীনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে