বুধবার, ২৪ জুন, ২০২০, ১০:৪১:১৮

অর্ধন'গ্ন শরীরের উপর ছবি আঁকছে সন্তানরা, ভিডিও পোস্ট করে রো'ষের মুখে মুসলিম সমাজকর্মী

অর্ধন'গ্ন শরীরের উপর ছবি আঁকছে সন্তানরা, ভিডিও পোস্ট করে রো'ষের মুখে মুসলিম সমাজকর্মী

আন্তর্জাতিক ডেস্ক : শরীরের উপরিভাগে সুতোটুকু নেই। সেভাবেই শুয়ে মা। মনের আনন্দে হাতে রং পেনসিল তুলে নিয়ে মায়ের সেই উন্মু'ক্ত শরীর রঙিন করে দিচ্ছে সন্তানরা। বাচ্চাদের এই কা'ণ্ডকার'খানায় বা'ধা দিচ্ছেন না মা। বরং তিনি পরিবারের সেই আনন্দের মুহূর্তকে ক্যামেরাব'ন্দি করতে ব্যস্ত। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট হতেই বিত'র্কের আ'গুন জ্ব'লে ওঠে। 

পরি'স্থিতি এতটাই উ'ত্ত'প্ত হয় যে শেষমেশ সেই মায়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘ'টনা কেরালার পাথানামথিট্টা জেলার। মা হলেন সমাজকর্মী রেহানা ফতিমা। শবরীমালা মামলায় যার নাম আলোচনার শীর্ষে উঠে এসেছিল। তিনিই ফের জড়ালেন বিত'র্কে। ঘ'টনাটা খানিকটা এরকম। গত ১৯ জুন ফেসবুকে একটি ইউটিউব ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, তার টপলেস শরীরে ছেলে ও মেয়ে আঁকিবুকি করছে। 

ভিডিওর উপরে #BodyArtPolitics জুড়ে দিয়ে মহিলাদের শরীর নিয়ে ওঠা নানা প্রশ্নের বি'রু'দ্ধেও সওয়াল করেন তিনি। কিন্তু ফল হয় বিপরীত। নেটদুনিয়ার রো'ষের মুখে পড়ে সেই ভিডিও এবং সমাজকর্মী। অনেকে ভিডিওতে শিশুদের যৌ'ন হেন'স্তা করা হচ্ছে বলেও দাবি করেন। কেউ কেউ আবার প্রশ্ন তোলেন, কোনও বাবা তার মেয়ের সঙ্গে একইরকম আচরণ করলে রেহানা কি মেনে নিতেন? 

তবে তিনি কেন এধ'রনের ভিডিও পোস্ট করছেন? কী বার্তা দিতে চাইছেন? বিত'র্ক তুঙ্গে উঠতেই তার বি'রু'দ্ধে অভিযো'গ দা'য়ের করেন বিজেপি নেতা এভি অরুণ প্রকাশ। থিরুভাল্লা পুলিশের তরফে জানানো হয়েছে, কেরালা পুলিশ আইন, জুভেনাইল বিচার আইন এবং তথ্য প্রযুক্তি আইনে রেহানার বি'রু'দ্ধে জামিন অযো'গ্য ধা'রায় মামলা রুজু করা হয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, শবরীমালায় আয়াপ্পা মন্দিরে প্রবেশের চেষ্টা করে শিরোনামে উঠে এসেছিলেন তিনি। ২০১৮ সালের অক্টোবরে শবরীমালায় মহিলাদের প্রবেশে সবুজ সংকেত দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরই মন্দিরে ঢোকার চেষ্টা করলে গ্রে'প্তার করা হয় রেহানাকে। আয়াপ্পা ভক্তদের ধর্মীয় ভা'বাবে'গে আ'ঘা'ত করার অ'ভিযো'গ উঠেছিল তার বি'রু'দ্ধে। এবার সন্তানদের সঙ্গে নিয়ে ট'পলেস ভিডিও পোস্ট করে সোশ্যাল দুনিয়ার রো'ষানলে রেহানা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে