বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ০১:৩৯:০০

ফিলিস্তিনের ভূমি ইসরাইলের দ'খলের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের গুরুতর ল'ঙ্ঘন: জাতিসঙ্ঘ

ফিলিস্তিনের ভূমি ইসরাইলের দ'খলের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের গুরুতর ল'ঙ্ঘন: জাতিসঙ্ঘ

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলকে ফিলিস্তিনি ভূমি পশ্চিম তীর ও জর্ডান সীমান্ত পর্যন্ত অংশ দ'খলের পরিকল্পনা ‘পরিত্যাগ’ করার আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলছেন, ইসরাইলের ওই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের ল'ঙ্ঘন ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা গু'রুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বুধবার সুরক্ষা কাউন্সিলের ভার্চুয়াল বৈঠকের বক্তব্যে গুতেরেস বলেন, ফিলিস্তিনের ভূমি ইসরাইলের দখলের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের গুরুতর ল'ঙ্ঘন হিসেবে চিহ্নিত হবে। তিনি আরো বলেন, ‘আমি ইসরাইলি সরকারের প্রতি ফিলিস্তিনি ভূমি দ'খলের পরিকল্পনা বাতিল করার আহ্বান জানাচ্ছি।’

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, ‘ইসরাইল আন্তর্জাতিক বিশ্বের কাছে ঔপনিবেশিক জাতিবিদ্বেষ তুলে ধরতে সংকল্পবদ্ধ। কিন্তু আমাদের অবশ্যই এটি ভুল প্রমাণ করতে হবে।’

আরব লীগসহ বিশ্বের অন্যান্য দেশের নেতারাও ইসরাইলকে সতর্ক করে জানিয়েছে, এই প'দক্ষেপের ফলে ওই অঞ্চলের সংঘা'ত আরো বিস্তৃত হওয়ার আশ'ঙ্কা রয়েছে। আরব লীগের প্রধান আহমেদ আবুল গেইত বলেন, তিন দশক ধরে ফিলিস্তিনের একটি শান্তিপূর্ণ ও স্বাধীন রাষ্ট্র গঠন এখনো সম্ভব হয়নি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, ইসরাইলের ফিলিস্তিনি ভূমি দ'খলের চেষ্টা অপরাধ হিসেবে গণ্য হবে। তিনি ইসরাইলের এই পরিকল্পনায় নিষে'ধাজ্ঞা আ'রোপের জন্য আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র : মিডলইস্টআই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে