আন্তর্জাতিক ডেস্ক : করোনার পরীক্ষা করে নয়া রেকর্ড গড়ল ভারত। বুধবার করোনাভাইরাসের জন্য একদিনে ২ লাখ স্যাম্পেল টেস্ট করে বড় অর্জন করেছে দেশটি। এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় ২,১৫,১৯৫ স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এখনও পর্যন্ত ৭৩,৫২,৯১১টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকারি ল্যাবরেটরিতে এখনও পর্যন্ত ১,৭১,৫৮৭টি এবং বেসরকারি ল্যাবরেটরিতে ৪৩,৬০৮টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। এর সঙ্গে একদিনে স্যাম্পেল টেস্টে নজির গড়েছে বেসরকারি ল্যাবরেটরি। ভারতে করোনা আক্রা'ন্তদের সুস্থ হওয়ার হার বেড়েছে। বর্তমানে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৮,৬৮৪ জন। সাম্প্রতিক সময়ে সুস্থতার হার ৫৬ দশমিক ৭১ শতাংশ।
ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শেষ তিন মাসে করোনা পরীক্ষার সংখ্যা দ্রুতহারে এবং তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে। গোটা দেশে প্রায় ১০০০ বেশি ল্যাবরেটরিতে এই টেস্ট করা হচ্ছে। তাদের মধ্যে ৭৩০টি সরকারি ল্যাবরেটরি এবং ২৭০টি বেসরকারি ল্যাবরেটরি বলেই জানা গেছে।
ভারতের করোনা সং'ক্রমণের হার বাড়ছেই। তার মধ্যে আবার শিথিল করা হয়েছে লকডাউন। রাস্তায় ক্রমশ বাড়ছে মানুষের আনাগোনা। আর এই অবস্থায় গোটা দেশজুড়ে সং'ক্রমণের সংখ্যা হু'হু করে বে'ড়েই চলেছে। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না এই মা'রণ ভাইরাসের দাপ'ট থেকে।
এদিকে, এতকিছুর মাঝে একটু হলেও মিলেছে স্বস্তির খবর। করোনা আক্রা'ন্তদের চিকিৎসায় এবার সরাসরি ব্যবহার করা হবে রেমডেসিভির ওষুধ। কিছুদিন আগেই করোনা আক্রা'ন্তদের চিকিৎসায় এই ওষুধ ব্যবহারের কথা ঘোষণা করেছিলো মহারাষ্ট্র সরকার। এবার মহারাষ্ট্র সরকারের দেখানো পথেই হাঁ'টতে চলেছে কেন্দ্রীয় সরকার।
জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় সরকার করোনা সং'ক্রমিতদের চিকিৎসায় হেটারো কম্পানির তৈরি রেমডেসিভির ড্রাগ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। ফলে এবার থেকে হাসপাতালগুলোতে করোনা আ'ক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে এই ড্রাগটি। শুধু তাই নয়, এবার থেকে দেশের সমস্ত কভিড হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে রেমডেসিভির ওষুধ মজুত রাখা হবে। আর যা আ'ক্রান্তদের চিকিৎসায় ব্যবহার করা হবে।