বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ০৪:৪৬:৪২

নিজেদের মুখ বাঁচাতে পারলো না, ধূসর তালিকায় পাকিস্তান

নিজেদের মুখ বাঁচাতে পারলো না, ধূসর তালিকায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : সভাপতিত্বে ছিল 'বন্ধু' চীন। তাতে অবশ্য কোনও লাভ হল না। বরং জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনগুলির অর্থের জোগান রু'খতে ব্য'র্থ হওয়ায় পাকিস্তানকে 'ধূসর তালিকা' রেখে দিল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। একথা জানিয়েছেন কর্মকর্তারা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রা'সবাদে অর্থ জোগানের বিষয়ে ন'জ'রদারি চালানো আন্তর্জাতিক সংগঠনের তৃতীয় এবং শেষ প্লে'নারি বৈঠক হয়। সভাপতিত্বে ছিলেন চীনের শিয়াঙ্গমিন লিউ। সেখানে ইসলামিক স্টেট (আইসিস) এবং আল কায়দার বিভিন্ন জ'ঙ্গি সংগঠনের অর্থের জোগান এবং এফএটিএফে জার্মানির সভাপতিত্বের বিষয়ে আলোচনা হয়।

ওই কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অক্টোবরের বৈঠক পর্যন্ত পাকিস্তানকে 'ধূসর তালিকা'য় থাকতে হবে। তবে এফএটিএফের সিদ্ধান্ত একেবারেই প্রত্যাশিত ছিল। কারণ অর্থের জোগান রু'খতে যে ২৭ টি অ্যা'কশন প্ল্যা'ন দেওয়া হয়েছিল, তা পূরণ করতে ব্য'র্থ হয়েছে ইসলামাবাদ।

আন্তর্জাতিক সংগঠনের তরফে জানানো হয়েছে, মাত্র ১৪ টি অ্যা'কশন প্ল্যানের 'অনেকটা সমাধান' করেছে পাকিস্তান। বাকিগুলিতে ইমরান খান প্রশাসনের অ'গ্রগতি বিভিন্ন স্তরে রয়েছে। এফএটিএফের তরফে ক'ড়া ভাষায় জানানো হয়েছে, আর্থিক ত'ছরু'পের বি'রু'দ্ধে লড়া'ইয়ে রাশ একেবারেই আলগা করা হবে না এবং সন্ত্রা'সবা'দে অর্থের জোগান রোখার ক্ষেত্রে করোনা ভাইরাসের প্রভা'ব কতটা পড়েছে, তাও খতিয়ে দেখা হবে। 

প্রসঙ্গত, করোনার কারণেই অ্যা'ক'শন প্ল্যা'ন পূরণের জন্য বাড়তি চার মাস সময় পেয়েছিল পাকিস্তান। তাতেও অবশ্য নিজেদের মুখ বাঁচাতে পারল না পাকিস্তান। আগামী অক্টোবরের বৈঠক পর্যন্ত পাকিস্তানকে 'ধূসর তালিকা'য় থাকতে হবে। এরমধ্য যদি অ'গ্রগতি না হয়, তাহলে বড় সিদ্ধান্তে যাবে এফএটিএফ। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে