বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ০৭:১৭:৩৮

চীন-ভারত উত্তে'জনা নিয়ে নিজেদের অবস্থান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চীন-ভারত উত্তে'জনা নিয়ে নিজেদের অবস্থান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : চীন-ভারত উত্তে'জনা নিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংসদে বক্তৃতায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে হওয়া সং'ঘ'র্ষ নিয়ে তিনি উদ্বে'গ প্রকাশ করেন। তার মতে, পূর্ব লাদাখের উত্তে'জনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর উদ্বে'গজনক। আশা করব আলোচনার মাধ্যমেই এর সমা'ধান মিলবে।

প্রায় একমাস ধরে চলা সীমান্ত উত্তে'জনা প্রশ্নে এই প্রথম সরকারি বিবৃতি দিল ব্রিটেন। কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য ফ্লিক ড্রুমন্ডের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এই মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারত ও চীনের নাম না করে ফ্লিকের প্রশ্ন করেন, কমনওয়েলথ দেশের সদস্য ও বিশ্বের বৃহৎ গণতন্ত্রের মধ্যে হওয়া সং'ঘা'তে ব্রিটেনের ভূমিকা কী? 

এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরামর্শ, আমরা উৎসাহ দেব আলোচনার টেবিলে বসে দুই দেশ সম'স্যা সমাধান বের করুক। ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যাকায় চীন-ভারতের সেনা সদস্যদের মধ্যে সং'ঘ'র্ষের ঘ'টনা ঘ'টে। এতে ২০ ভারতীয় সেনা নিহ'ত হন। তবে চীনের পক্ষ থেকে এক কমা'ন্ডার নিহ'তের কথা স্বী'কার করা হয়। তবে চীন হ'তাহ'তের বিষয়টি বিস্তারিত জানায়নি। সূত্র: এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে